অলিম্পিক আর্চারিতে জায়গা করে নিলেন সাগর

অলিম্পিক আর্চারিতে জায়গা করে নিলেন সাগর

টানা দ্বিতীয় বারের মতো অলিম্পিক আর্চারিতে সরাসরি জায়গা করে নিল বাংলাদেশ। গেল আসরে রোমান সানা খেলেছিলেন সরাসরি। এবার অলিম্পিক কোটা প্লেস টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে তাতে জায়গা করে নিলেন সাগর ইসলাম।
সাগর সেখানেই থামেননি। জিতেছেন রূপাও। সেমিফাইনালে তিনি কিউবান আর্চার ফ্র্যাঙ্কো হুগোকে হারান ৭-১ গেমে। এই হুগো র‍্যাঙ্কিং পর্ব শেষে ছিলেন দ্বিতীয় স্থানে।
ফাইনালে অবশ্য তিনি উজবেক আর্চার সাদিকভ আমিরখনের কাছে প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেননি। হেরেছেন ৬-০ গেমে সরাসরি সেটে। সাদিকভ র‍্যাঙ্কিং রাউন্ডে ছিলেন শীর্ষ স্থানে।
আজ থেকে এই তুরস্কেই বিশ্বকাপ আর্চারি গড়াবে মাঠে। যদিও আনুষ্ঠানিকতা পর্বই শেষ হবে আজ। খেলা শুরু হবে আগামীকাল বুধবার থেকে।

সম্পর্কিত খবর