রাতে ইউরো মিশন শুরু হচ্ছে রোনালদোর পর্তুগালের

রাতে ইউরো মিশন শুরু হচ্ছে রোনালদোর পর্তুগালের

বাছাইপর্বে লেটারমার্ক তোলা পর্তুগাল এবার মাঠে নামছে ইউরোর মূল মিশনে। রাতে ‘এফ’ গ্রুপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রোনালদোদের ইউরো মিশন। ম্যাচটি শুরু হবে আজ রাত ১ টায়। এই ম্যাচ দিয়েই দীর্ঘ ক্যারিয়ারের শেষের শুরু হবে ৩৯ বছর বয়সী রোনালদোর।

রোনালদোর অবশ্য নিজেও আছেন দারুণ ছন্দে। সবশেষ ম্যাচেই আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া গোলের দেখা পেয়েছেন তিনি। তাছাড়া ইউরোর বাছাইপর্বটাও বেশ কেটেছে পর্তুগালের।যেখানে একমাত্র দল হিসেবে বাছাইপর্বে কোনো ম্যাচে হারেনি রবার্তো মার্টিনেজের দল। বাছাইপর্বে একাই ১০ গোল দিয়েছিলেন রোনালদো। স্বাভাবিকভাবেই এবার তাই নিজেদের দ্বিতীয় শিরোপাতেই চোখ রাখছে দলটি। যেখানে দলের কাণ্ডারি হতে পারেন রোনালদো নিজেই।

কেননা, ইউরোতে সবচেয়ে বেশি ২৫ ম্যাচ খেলার কীর্তি আছে রোনালদোর। যেই কীর্তি তিনি গড়েছেন ৫টি ইউরো খেলে। গোলেও সবাইকে ছাড়িয়ে এই পর্তুগিজ সুপারস্টার। তার দখলে রয়েছে ১৪ গোলের রেকর্ড। এর বাইরে গোল করানোতেও ইউরোতে সবার চেয়ে এগিয়ে রোনালদো। রেকর্ড ৬টি অ্যাসিস্টি আছে তার নামের পাশে। এ নিয়ে ষষ্ঠবার ইউরোতে মাঠে নামার অপেক্ষায় রোনালদো। যা হলে সবচেয়ে বেশি সংখ্যক ইউরোতে খেলার রেকর্ড গড়বেন তিনি।

এতসব কীর্তি থাকলেও নির্ভার থাকতে পারছে না পর্তুগাল। কেননা, প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র যে বেশ ভালোভাবেই জানে পর্তুগালের শক্তিমত্তা। এর আগেও ইউরোতে তিনবার মুখোমুখি হয়েছিল দু’দল। যেখানে ১৯৯৮ সালে প্রথম দেখায় পর্তুগালকে ১-০ গোলে হারালেও অবশ্য পরের দুই দেখায় হারতে হয়েছে তাদের। ২০০৮ সালে ৩-১ ব্যবধানে ও ২০১২ সালে পর্তুগাল জিতেছিল ১-০ ব্যবধানে।

তবে সে সব অতীত ভুলে নিজেদের সেরাটা দিয়েই জয় চাইবে তারা। তাছাড়া এই তো কদিন আগেই ২-১ গোলে নর্থ মেসিডোনিয়াকে হারিয়েছে তারা। এছাড়াও সবশেষ পাঁচ ম্যাচে কোনোটিতেই হারের মুখ দেখতে হয়েনি চেক প্রজাতন্ত্রের। সঙ্গে ১৯৭৬ সালে ইউরো জয়ের কীর্তি আছে তাদের। যা এখনও এই দলটিকে অনুপ্রাণিত করে। সেই অনুপ্রেরণা নিয়েই আজ পর্তুগালের বিপক্ষে জয় চাইবে দলটি।

সম্পর্কিত খবর