নাক ফেটে শঙ্কায় এমবাপের ইউরো

নাক ফেটে শঙ্কায় এমবাপের ইউরো

কদিন আগেই এক সাক্ষাৎকারে কিলিয়ান এমবাপে বিশ্বকাপের চেয়ে এগিয়ে রেখেছিলেন ইউরোকে। জানিয়েছিলেন প্রথমবারের মতো ইউরো জিততে কতটা মুখিয়ে রয়েছেন তিনি। তবে এবার আসর শুরু করার পর শঙ্কায় পড়ে গেছে তার ইউরো খেলা। সবশেষ ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে নাক ফেটে গেছে ফরাসি এই তারকার।

ম্যাচের ৮৫ মিনিটে অস্ট্রিয়ার ডিফেন্ডার ডানসোর সঙ্গে সংঘর্ষে নাক ফাটে এমবাপের। এসময় রক্তে ভিজে যায় তার মুখ এবং জার্সি। কিছু সময় বন্ধও রাখতে হয় খেলা। পরে এমবাপেকে মাঠ থেকে তুলে নেন কোচ দিদিয়ের দেশম। যদিও এই অবস্থাতেও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে ফের মাঠে নামেন এমবাপে। পরে রক্তপাত ফের শুরু হলে নাক ধরে বসে পড়েন এমবাপে। এ ঘটনায় সময় নষ্ট করায় রেফারির হলুদ কার্ডও দেখতে হয়েছে এমবাপেকে। যদিও শেষমেশ ১-০ গোলের জয়ে ইউরো মিশন শুরু করেছে ফ্রান্স।

এ ঘটনার পর অ্যাম্বুল্যান্সে করে স্টেডিয়াম ছাড়েন এমবাপে। তখন থেকেই শঙ্কায় ছিল টুর্নামেন্টে এমবাপের খেলা। তবে মঙ্গলবার সকালের দিকে এমবাপেকে নিয়ে ফ্রান্সের বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছেন, এমবাপের নাক ভেঙে গিয়েছে। তিনি হাসপাতালেই রয়েছেন। তবে আশার কথা আপাতত তাকে অস্ত্রোপচার করাতে হবে না। তবে চোট সারিয়ে পুনরায় মাঠে ফিরতে আরও ১৫ দিন সময় লেগে যেতে পারে এমবাপের। আর সেটি হলে কোয়ার্টারের আগে এমবাপেকে পাওয়া হবে না ফ্রান্সের। দলটির জন্য যা বড় ধাক্কা।

ফ্রান্সের আগামী ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। শুক্রবারের ওই ম্যাচে এমবাপেকে পাওয়ার সম্ভাবনা কম। আর তেমনটি হলে এমবাপের না থাকার এই ক্ষতি কাটিয়ে উঠা যে বেশ কঠিন সেটা মানছেন কোচ দেশম। তিনি বলেন, ‘ফ্রান্স দলে এমবাপের থাকা না থাকার মধ্যে বিরাট তফাত রয়েছে। আশা করব ও যাতে পরের ম্যাচে খেলতে পারে।’

সম্পর্কিত খবর