গোল পাননি রোনালদো, তবু জিতল পর্তুগাল

গোল পাননি রোনালদো, তবু জিতল পর্তুগাল

এবারের ইউরোর ফেভারিট ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। বাছাইপর্বের সব ম্যাচ জিতে মূল টুর্নামেন্টে এলে কোনো দলকে তাই ঠাহর করার কথা। সেটা তিনি পরিষ্কার জানিয়েও দিয়েছেন যে, শিরোপা ছাড়া কিছু ভাবছে না তার দল। সে দলটা জয় দিয়েই ইউরো মিশন শুরু করেছে। চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে ২-১ গোলে।

নিজেদের প্রথম ম্যাচের পারফর্ম্যান্স অবশ্য দলকে খুব বেশি স্বস্তিতে রাখেনি। প্রথমার্ধে গোলের দেখা পায়নি দলটা, অবশ্য কোনো গোল হজমও করেনি। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতে সে স্বস্তিটা উবে যায় তাদের। ৬২ মিনিটে লুকাস প্রোভডের আগুনে শটে গোল পেয়ে যায় চেক প্রজাতন্ত্র। পর্তুগাল পিছিয়ে পড়ে ম্যাচে। 

তবে এর জবাবটা এসেছে মিনিট সাতেক পরেই। আত্মঘাতী গোল এসে ত্রাতা হয় পর্তুগালের। নুনো মেন্ডেসের হেড ঠেকান গিয়ে চেক গোলরক্ষক জিন্দ্রিচ স্টানেক, তবে তার হাত থেকে বলটা চলে যায় সামনে থাকা ডিফেন্ডার রবিন হ্রানাচের কাছে। তার গায়ে লেগে বল জড়ায় জালে। যোগ করা সময়ে ফ্রান্সিসকো কনসেইসাওয়ের গোল দলের তিন পয়েন্ট নিশ্চিত করে। 

এই ম্যাচে রোনালদো ছিলেন নিজের ছায়া হয়ে। এতটাই যে পর্তুগাল জয়সূচক গোলের আগে আরও একবার বল জড়িয়েছিল। তিনি অফসাইডে থাকায় সেটা বাতিল হয়। নিজের শেষ ইউরোয় শুরুটা ভালো হয়নি। শেষটা নিশ্চয়ই এমনভাবে করতে চাইবেন না রোনালদো!

সম্পর্কিত খবর