প্যারিস অলিম্পিকে থাকছেন জকোভিচ
ইতিহাসে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্ল্যাম তার নামের পাশে। তবে অলিম্পিকের সোনার পদক নেই তার ট্রফি কেসে। সে আক্ষেপটা ঘোচানোর সুযোগ আরও একবার পাচ্ছেন তিনি। ২০২৪ প্যারিস অলিম্পিকে থাকছেন নোভাক জকোভিচ।
বিষয়টি জানিয়েছে সার্বিয়ান অলিম্পিক কমিটি। এক বিবৃতিতে জানিয়েছে, ‘নোভাক জকোভিচ আর দুসান লাজোভিচ এটিপি র্যাঙ্কিংয়ের শর্ত পূরণ করেছেন। ২০২৪ প্যারিস অলিম্পিকে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন।’
ডান হাঁটুর মেনিস্কাসে চোট ছিল ২৪ বারের এই গ্র্যান্ড স্ল্যামজয়ীর। যে কারণে সবশেষ ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে নিজেকে সরিয়ে নিতে হয়েছিল তাকে।
দুই সপ্তাহ আগে জকোভিচ তার হাঁটুর অস্ত্রোপচারের বিষয়ে জানান। তা বেশ ভালোভাবেই সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। তবে কবে ফিরবেন তা নিয়ে কিছু বলেননি তিনি। এবার জানা গেল তার অলিম্পিকে খেলার বিষয়টি।
জকোভিচ এ পর্যন্ত ৪টি অলিম্পিকে খেলেছেন। প্রথমবার ২০০৮ বেইজিং অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতার পর থেকে আর কিছুই জিততে পারেননি তিনি। অলিম্পিক গেমসের সিঙ্গেলসের পদকটাকে এবার তিনি পাখির চোখ করছেন, সেটা তিনি বহু আগেই বলেছেন।
গেল এপ্রিলে তিনি বলেছিলেন, ‘প্যারিস অলিম্পিক বেশ গুরুত্বপূর্ণ। অলিম্পিক সবসময়ই আমার কাছে প্রাধান্য পেয়েছে।’
সে সুযোগটা এবার তিনি পাচ্ছেন প্যারিসে। জকোভিচ কি আক্ষেপটা ঘোচাতে পারবেন?