সবার আগে শেষ ষোলয় জার্মানি
প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে আর সবাইকে একটা বার্তা দিয়ে রেখেছিল জার্মানি। আজ হাঙ্গেরিকে ২-০ গোলে হারিয়ে সেটা আরও পোক্ত করেছে ইউলিয়ান নাগেলসমানের দল। টানা দুই জয়ে প্রথম দল হিসেবে শেষ ষোলতেও চলে গেছে স্বাগতিকরা।
জার্মানির এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ইলকায় গুন্দোয়ান। তাকে অধিনায়ক করায় জার্মানদের ভেতর অস্বস্তি-ক্ষোভের অন্ত ছিল না। সবকিছুর জবাবটা তিনি দিলেন পারফর্ম্যান্স দিয়ে।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে জামাল মুসিয়ালার গোলে অবদান রেখেছিলেন তিনি। তার পাস থেকেই গোলটা পায় জার্মানি। সেই এক গোলের লিড নিয়ে তারা যায় বিরতিতে।
এরপর দ্বিতীয় গোলটা করেন তিনি নিজেই। ৬৭ মিনিটে তার করা গোল জার্মানদের জয় নিশ্চিত করে দেয়। এর ফলে এ গ্রুপ থেকে সবার আগে শেষ ষোলয় পৌঁছে গেছে জার্মানি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে দলটা।