ইংলিশদের রুখে দিল ডেনমার্ক
আগের বার ইউরোর খুব কাছে গিয়েও জেতা হয়নি। সেই ইংল্যান্ড এবার ইউরো ২০২৪ এর শিরোপা জেতার আশা নিয়েই গেছে জার্মানিতে। তবে তাদের পক্ষে পারফর্ম্যান্সটা কথা বলছে না মোটেও। আগের ম্যাচে এক গোলে জিতেছিল কোচ গ্যারেথ সাউথগেটের দল। আজ ড্রই করে বসল তারা। এগিয়ে গিয়েও ১-১ সমতা নিয়ে ম্যাচ শেষ করেছে দলটা।
আগের ম্যাচের জয়ের পাশে আজ একটা জয় যোগ করতে পারলেই সি গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে ইংলিশরা চলে যেত শেষ ষোলতে। তবে দলটা সে জয় তুলে নিতে পারেনি।
ফ্রাঙ্কফুর্টে আজ ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। ডেনিস ডিফেন্ডার ভিক্টর ক্রিশ্চিয়ানসেনের ভুলে পেয়ে যাওয়া বল হ্যারি কেইনকে বাড়ান কাইল ওয়াকার। সেখান থেকে বায়ার্ন মিউনিখ তারকার গোল এগিয়ে দেয় ইংলিশদের।
তবে তাদের সে লিড বেশিক্ষণ টেকেনি। ৩৪ মিনিটেই সমতা ফেরায় ডেনমার্ক। মর্টেন হিউলমান্ডের ওই গোলের পর ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে দুই দলই সুযোগ পেয়েছে। তবে ইংলিশরা নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে। ফিল ফোডেনের শটটা যে লেগেছে বারপোস্টে! ডেনমার্কের আন্দ্রেস ক্রিশ্চেনসেনও সুযোগ পেয়েছিলেন, তবে তা কাজে লাগাতে পারেননি। ফলে ম্যাচে আর গোলের দেখা মেলেনি। একটি করে পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
এই ড্রয়ের পরও অবশ্য ‘সি’ গ্রুপের শীর্ষেই থাকল ইংল্যান্ড। দুই ম্যাচ থেকে চার পয়েন্ট তাদের। ডেনমার্ক ও স্লোভেনিয়ার পয়েন্ট ২। ১ পয়েন্ট নিয়ে সার্বিয়া আছে সবার শেষে।