গ্রুপপর্বে শীর্ষে উঠে দলের শেষ ষোলো নিশ্চিতে ‘গর্বিত’ রোনালদো
পর্তুগালের জন্য আসরটি ইউরো চ্যাম্পিয়নশিপ শিরোপা পুনরুদ্ধারের। যেখানে আসরের শুরুটা দারুণ পেয়েছে রবের্তো মার্তিনেসের দল। চেক প্রজাতন্ত্রের পর এবং তুরস্কের বিপক্ষেও জয় তুলে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে উঠা ছাড়াও শেষ ষোলো নিশ্চিত করেছে ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা।
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়টা পেলেও, শুরুতে পিছিয়ে ছিল পর্তুগিজরা। এতে শেষ পর্যন্ত জয় এলেও পারফর্ম নিয়ে হয়েছিল বেশ কানাঘুষা। তবে তুরস্কের বিপক্ষে ম্যাচে পুরো সময়ই আধিপত্য ছিল পর্তুগালের। আর এতেই শেষ ষোলো ও গ্রুপে শীর্ষস্থান দখল করায় বেশ উচ্ছ্বসিত অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো এবং দল নিয়ে তিনি বেশ গর্বিত।
তুরস্কের বিপক্ষে ম্যাচটি ৩-০ ব্যবধানে জেতে পর্তুগাল। সেখানে রোনালদো কোনো গোলের দেখা না পেলেও খেলেছেন দারুণ। দলের সবশেষ গোলে অ্যাসিস্ট করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। সেই ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘অসাধারণ দ্রুততায় আমরা প্রথম স্থান নিশ্চিত করেছি। দলের জন্য আমি গর্বিত। আমরা পর্তুগাল।’
এদিকে গ্রুপপর্বে এক ম্যাচ হাতে রেখেই দল যখন পাড়ি জমিয়েছে পরের রাউন্ডে সেখানে পর্তুগাল কোচের নজর এখন নক-আউট পর্বে। এবং দলের জয়ের এমন মানসিকতায় সন্তুষ্ট এই স্প্যানিশ কোচ। ম্যাচশেষে মার্তিনেস বলেন, ‘দলের মানসিকতা নিয়ে আমি বেশ খুশি। প্রতিটি ম্যাচে ওরা আরও একটু ভালোভাবে গড়ে উঠছে। এই উন্নতির ধারা ধরে রাখা ও পরপর দুই ম্যাচে একই পর্যায়ের খেলা মেলে ধরা দারুণ ব্যাপার। আমার মনে হচ্ছে, নক-আউটের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’
গ্রুপপর্বে পর্তুগালের শেষ ম্যাচ ২৭ জুন, জর্জিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।