মুম্বাইয়ে ঘুম হয়নি, আজ রাতেও ঘুম হবে না রশিদের
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৪ রানে হেরেছিল আফগানিস্তান। সেই ক্ষত শুকানোর আগেই ফের ভারত বিশ্বকাপে অঘটন। ভারত বিশ্বকাপের অজিদের ২৯২ রানের টার্গেট ছুড়ে দিয়ে ৯১ রানে ৭ অজি ব্যাটারকে সাজঘরের পথ ধরিয়ে ফেলেছিল। ক্ষণ গুনতে শুরু করেছিল বিশ্বমঞ্চে অজিদের বিপক্ষে প্রথম জয়ের। তবে তাদের সেই নিশ্চিত জয় সেদিন কেড়ে নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল।
ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ১২৮ বলে ২০১ রানের স্মরণকালের অন্যতম সেরা এক ইনিংস খেলে আফগানদের হারিয়ে দিয়েছিলেন তিনি। সেই কষ্ট আজও পুড়ায় আফগানদের। তবে এবার সেই পুরনো ক্ষত কিছুটা হলেও সেরেছে আফগানদের। বিশ্বমঞ্চে অজিদের বিপক্ষে নিজেদের প্রথম জয়টা পেয়ে গেছে তারা। এমন জয়ের পর উচ্ছ্বাসিত আফগানদের অধিনায়ক রশিদ খান জানালেন মুম্বাইয়ের মতো আজ রাতেও ঘুম হবে না তার!
রশিদের ঘুম না হাওয়ার পেছনে অবশ্য এবার কোনো দুঃখ নেই, নেই তীরে এসে তরী ডোবার কষ্ট। বরং অজিদের বিপক্ষে প্রথম জয় ও সেমির লড়াইয়ে টিকে থাকার নিখাদ আনন্দ আছে। যেই জয়ের সঙ্গে জড়িয়ে আছে আফগানদের আবেগ। সেই আবেগ ফুটে উঠেছে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা রশিদের কণ্ঠেও। ওয়াংখেড়ের সেই স্মৃতি টেনে তাই রশিদ অকপটে জানালেন সেদিনের মতো আজও ঘুম হবে না তার।
রশিদ খান বলেন, ‘আমার মনে হয় এখন আমার ভালো ঘুম হবে। কিন্তু সেই রাতে আমি একটুও ঘুমাতে পারিনি। ম্যাচটি কেবল আমার মাথায় ঘুরপাক খেয়েছে। অবশ্যই, আমি সেদিন রাতে (ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার) এক ফোঁটাও ঘুমাতে পারিনি। আমার মনে হয় আজও তাই হবে। তবে সেটা খুশির কারণে আমার মতো পুরো দলই এমন খুশি আজ।’
অজিদের বিপক্ষে এই জয়কে নিজেদের ইতিহাসে অন্যতম জয় বলছেন রশিদ। বলেন, ‘এটা দল ও জাতি হিসেবে আমাদের জন্য অনেক বড় জয়। এটা কোনো দ্বিপাক্ষিক সিরিজ নয়। এটা বিশ্বকাপের ম্যাচ, আর আপনি বিশ্বকাপে সেরাদের হারিয়ে দিয়েছেন। এটা অনেক বড় অর্জন। আর তারা ২০২১ বিশ্বকাপের চ্যাম্পিয়ন। কাজেই আমার মনে হয় সেরা দলকে হারানো আমাদের অনেক শক্তি যোগাবে এবং আমাদের নির্ঘুম রাখবে।’
বিশ্বকাপে আফগানদের পরের ম্যাচ আগামী ২৫ জুন বাংলাদেশের বিপক্ষে। সেমিফাইনাল নিশ্চিত করতে যেখানে বাংলাদেশকে হারাতে হবে তাদের। সঙ্গে প্রত্যাশা করতে হবে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার হারের। তবে অস্ট্রেলিয়া জিতলেও সুযোগ থাকবে আফগানিস্তানের। সেক্ষেত্রে হিসেব করতে হবে নেট রান রেট।