অস্ট্রেলিয়ায় আফগানদের না দেখে হতাশ খাজা, ভেবে দেখবে বোর্ড?
অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ৪টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছে আফগানরা। আর এর সবকটিই আইসিসির ইভেন্টে। এর বাইরে কখনোই আফগানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি অস্ট্রেলিয়া। উল্টো, আইসিসির নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচিও স্থগিত করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যার কারণ হিসেবে বলা হয়েছে দেশটির নারীদের ক্রিকেট খেলার অধিকার ক্ষুণ্ণ করাকে। যাকে নারী স্বাধীনতা ও মানবাধিকারের অবনতির সঙ্গে তুলনা করেছে দেশটি।
তবে এবার বিশ্বমঞ্চে অজিদের হারিয়ে একটা জবাব দিয়েছে আফগানরা। তাছাড়া সবশেষ তিন দেখাতেই আজিদের বিপক্ষে বেশ কঠিন লড়াই করেছে আফগানরা। আগের দু’বার জয় না পেলেও এবার অজিদের ২১ রানে হারিয়ে দিয়েছে দলটি। আফগানদের এমন ক্রিকেট প্রশংসা কুড়চ্ছে সবার। আর তাতেই আফগানদের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ না খেলতে পারা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার উসমান খাজা।
রশিদের একটি পোস্ট এক্সে শেয়ার করে আফগানদের প্রশংসা করেছেন খাজা। সেই সঙ্গে আফগানদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলতে না পারার জন্য কষ্টের কথাও জানিয়েছেন তিনি। খাজা লিখেছেন, ‘ভালো খেলেছ ভাই। দিনের সেরা দল। আপনারা দেশ-বিদেশে অনেকের কাছে অনুপ্রেরণা। তবে খুবই দুঃখের বিষয় যে আমরা আপনাদের সবাইকে অস্ট্রেলিয়ায় খেলতে দেখতে পারছি না।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলতে পারায় হতাশার কথা জানিয়েছেন রশিদ খানও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা কেবল চাইতে পারি যে এই সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু এর বেশি কিছু করতে পারি না। এটা আসলে এমন কিছু যা ক্রিকেটের কারো নিয়ন্ত্রণে নেই।’
অজিদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য আফগানদের এমন আকুতি কিংবা আফগানদের বিপক্ষে নিজেদের মাঠে খেলতে না পারার জন্য এমন হতাশার কথা কী ভেবে দেখবে ক্রিকেট অস্ট্রেলিয়া? সেই প্রশ্নের উত্তরটা অবশ্য দেবে সময়ই।