চীনকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
চীনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া সহজ হবে না বাংলাদেশের। জানা ছিল সবারই। তবে একটা সময় ৩-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ ধরে নিয়েছিল ম্যাচটা বুঝি সহজেই জিততে যাচ্ছে তারা। তবে শেষ পর্যন্ত বাংলাদেশকে জিততে হয়েছে ম্যাচটা কঠিন লড়াই করেই।
কেননা, একটা সময় যে ব্যবধান ৩-২ বানিয়ে ফেলেছিল দলটি। তাতে শঙ্কাও ঝেঁকে বসেছিল ম্যাচ হারের। তবে সেই শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত শেষ হাসিটা হেসেছে বাংলাদেশই। এশিয়ান হকি ফেডারেশন কাপ (এএইচএফ) অনূর্ধ্ব-২১ হকির শিরোপা উঁচিয়ে ধরেছে আশিকুজ্জামানের দল। আর তাতে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমাটা আরও শক্ত করে এঁটেছে বাংলাদেশের সঙ্গে।
সিঙ্গাপুরে ফাইনালের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশর। প্রথম কোয়ার্টারে তো গোলের দেখাই পায়নি আশিকুজ্জামানের শিষ্যরা। তবে দ্বিতীয় কোয়ার্টারে নেমে রীতিমতো ঝড় তুলেছে বাংলাদেশ। ২২-২৭ এই ৬ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে ৩ গোল দিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করেছেন রকিবুল হাসান। অন্যদিকে পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে নিয়েছেন আমিরুল ইসলাম। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় কোয়ার্টার শেষ করা বাংলাদেশ ভেবে ছিল ম্যাচটা বুঝি জিতেই বসে আছে তারা।
তবে এরপর তৃতীয় কোয়ার্টারে নেমে খেলায় নাটকীয়ভাবে মুড় ঘুরিয়ে দেয় চীন। জিয়ালং লুর ফিল্ড গোলে ৩৩ মিনিটে ৩-১ করে। ৪১ মিনিটে পেনাল্টি কর্নারে জিয়ানশেন ব্যবধান ৩-২ করলে জমে ওঠে ম্যাচ। ভাবা হচ্ছিল শেষ কোয়ার্টারে নাটকীয়তা অপেক্ষা করে আছে অনেক। তবে শেষ পর্যন্ত তেমন কিছু হতে দেয়নি আশিকুজ্জামের শিষ্যরা। ৫৩ মিনিটে ফিল্ড গোলে ব্যবধান ৪-২ করে নেয় বাংলাদেশ। এরপর আর গোল না হলে ৪-২ ব্যবধানে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।
আর তাতে নিশ্চিত হয় বাংলাদেশের জুনিয়র এশিয়া কাপের টিকিটও। অবশ্য গত আসরেই এশিয়া কাপে খেলেছে বাংলাদেশ। তবে সেই অর্থে প্রতিযোগিতা করে উঠতে পারেনি। আসর শেষ করতে হয়েছিল ষষ্ঠ স্থানে থেকে। তবে এবার এরচেয়ে ভালো অর্জন নিয়ে ফিরতে চায় বাংলাদেশ।