যোগ করা সময়ে রক্ষা পেল জার্মানি

যোগ করা সময়ে রক্ষা পেল জার্মানি

উয়েফা ইউরোর চলতি আসরে এ-গ্রুপের শেষ ম্যাচে রবিবার রাতে মুখোমুখি হয়েছিল জার্মানি ও সুইজারল্যান্ড। যেখানে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে দু’দল। ৭ পয়েন্টের সঙ্গে গ্রুপের শীর্ষস্থান জার্মানির দখলেই।

এদিন ম্যাচের শুরু থেকেই নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টায় থাকে জার্মানি। ম্যাচের ১৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন রবার্ট অ্যান্ড্রিখ। কিন্তু ভিএআর দেখার পর সেটি বাতিল করা হয়।

২৮তম মিনিটে সুযোগ কাজে লাগায় সুইজারল্যান্ড। রেমো ফ্রুইলারের বাড়ানো বল থেকে জার্মানদের জালে বল জড়ান ড্যান ডয়ে। এগিয়ে গিয়ে যেন নতুন করে খেলার গতি পেয়ে যায় সুইজারল্যান্ড।

বাকি সময় জুড়ে একাধিক আক্রমণ চালায় জার্মানি, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না তারা। আক্রমণ-পাল্টা আক্রমণের এই ম্যাচ জার্মানরা হার নিয়েই শেষ করতে যাচ্ছে মনতাই ধরে নিয়েছিলেন দর্শকরা।

কিন্তু ম্যাচের যোগ করা সময়ে, ৯২তম মিনিটে ক্রস থেকে নিখুঁত হেডের মাধ্যমে বল জালে জড়ান নিকলাস ফুলক্রুগ। ম্যাচের শেষ মুহুর্তে সমতায় ফেরে জার্মানরা।

সম্পর্কিত খবর