জয় দিয়ে কোপা আমেরিকা শুরু উরুগুয়ের
কোপা আমেরিকার চলতি আসরে সি-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সোমবার ভোরে পানামার মুখোমুখি হয়েছে উরুগুয়ে। যেখানে দাপটের সঙ্গে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে উরুগুয়ে।
এদিন ম্যাচের শুরু থেকেই মাঠে নিজেদের প্রভাব বিস্তার করতে থাকেন নুনেজ-আরাউহো-ভালভার্দেরা। ফলস্বরূপ ১৬তম মিনিটেই প্রথম গোলের দেখা পেয়ে যায় উরুগুয়ে। দলের হয়ে উদ্বোধনী গোলটি আদায় করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো।
এগিয়ে গিয়েও আক্রমণের ধার মজবুত রাখে তারা। বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারছিল না উরুগুয়ে। বিরতির পর পানামা সমতায় ফেরার চেষ্টা করেও বেশি সুবিধা করতে পারছিল না।
ম্যাচের শেষভাগে যেয়ে ব্যবধান বাড়ায় উরুগুয়ে। ৮৫তম মিনিটে ডারউইন নুনেজ এবং যোগ করা সময়ে মাতিয়াস ভিনার গোলে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে তারা। যদিও ৯৪তম মিনিটে এক গোল পরিশোধ করে পানামা।
এই জয়ের পর নিজেদের গ্রুপে শীর্ষস্থান দখল করেছে উরুগুয়ে। সমান পয়েন্ট এবং গোল ব্যবধান সমান হলেও দুইয়ে আছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।