মরণ কামড় বসাতে চায় অজিরা, ভারতের চাই প্রতিশোধ
ভারত বিশ্বকাপ শেষ হয়েছে এক বছর হতে চলেছে। এখনও মাঝে মধ্যেই সেই আহমেদাবাদ ফাইনালের স্মৃতিচারণ করে দুঃখ পেতে দেখা যায় ভারতকে। অজিদের বিপক্ষে সেই রাতে পাওয়া দুঃখ ভুলতে অনেকগুলো দিন নির্ঘুম রাত কাটাতে হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। অজিদের বিপক্ষে আরও একবার বিশ্বকাপের ম্যাচে মাঠে নামার আগে নিশ্চয় সেই হারের ক্ষত নতুন করে জাগবে রোহিত-কোহলিদের। করে তুলবে প্রতিশোধ পরায়ণ। অজিদের ছিঁড়ে ফুড়ে তাই ম্যাচটা জিততে চাইবে ভারত। অজিদের বিশ্বকাপ থেকে বিদায় করতে পারলে পাবে এক ভিন্ন রকম সুখ। অজিরা অবশ্য ছেড়ে কথা বলার মতো দল নয়। বিশ্বকাপের সেমিতে খেলতে ভারতকে মরণ কামড় বসাতে চায় তারা। এমন হাই ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত সাড়ে ৮ টায়।
সুপার এইটে টানা দুই ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে ভারত। তবে এখনও পুরোপুরি শঙ্কা কাটেনি। তাছাড়া গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্যও ম্যাচে জয় চায় তাদের। অন্যদিকে সেমিতে খেলতে এই ম্যাচে জিততেই হবে অজিদের। হারলে শঙ্কায় পড়ে যাবে দলটির বিশ্বকাপ যাত্রা। তখন তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিকে। তবে সেটি নিশ্চয় চাইবে না মাইটি অজিরা; অন্যের ওপর নির্ভর করে বিশ্বকাপের সেমিতে যেতে। তাই ভারতকে হারাতেই নিজেদের সেরা ক্রিকেটটা খেলবে তারা।
- প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের ব্যাটিং পারফরম্যান্স ভুলে যেতে চান পাওয়েল
- অজিদের বিপক্ষে ভারতের পরিসংখ্যান স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে
গ্রুপের বাকি দুটি দল বাংলাদেশ এবং আফগানিস্তান অবশ্য এরইমধ্যে অজিদের হারের জন্য প্রার্থনা শুরু করে দিয়েছে। কেননা, অজিরা ভারতের বিপক্ষে জয় পেলে যে অনেকটাই শেষ হয়ে যাবে বাংলাদেশ ও আফগানিস্তানের স্বপ্ন। বাংলাদেশর স্বপ্ন অবশ্য পুরোপুরি শেষ হলেও তখনও আশা থাকবে আফগানদের। তবে সেক্ষেত্রে কঠিন সমীকরণ মেলাতে হবে তাদের বাংলাদেশের বিপক্ষে। সেটি নিশ্চয় চাইবে না আফগানরা।
তবে এসবের বাইরেও একটা দিকে নজর রাখতে হচ্ছে সবার। আর সেটা সেন্ট লুসিয়ার আবহাওয়া। যা ম্যাচ মাঠে গড়ানো নিয়ে বাড়িয়ে তুলছে শঙ্কা। কেননা, ম্যাচের সময়ের পূর্বাভাস বলছে ৫৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ম্যাচে। যা আরও খারাপ হতে পারে। আর সেটি হলে অবশ্য সমস্যায় পড়তে হবে না ভারতকে। তবে শঙ্কা থাকবে অজিদের। একই সঙ্গে নিশ্চিত হবে বাংলাদেশের বিদায়। তবে সুযোগটা থাকবে আফগানদের। জয় পেলেই হবে তাদের। মেলাতে হবে না কঠিন সমীকরণ।
এতসব সমীকরণ পাশে রেখে বৃষ্টি শঙ্কা ভুলে নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে চায় দু’দল। সমর্থকরা পেতে চায় ক্রিকেট আনন্দ। সেন্ট লুসিয়ার উইকেট অনন্ত সেই স্বপ্নই দেখাচ্ছে সমর্থকদের। এই মাঠে রান বন্যা হওয়ার সম্ভাবনাই বেশি। তাই সব ছাপিয়ে একটা রোমাঞ্চকর ম্যাচ দেখার অপেক্ষায় এখন ক্রিকেট প্রেমীরা।