অজিদের বিপক্ষে ভারতের পরিসংখ্যান স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে
বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আজ রাত সাড়ে ৮ টায় মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। যেখানে দু’দলই কাটতে চায় সেমিফাইনালের টিকিট। ভারত অবশ্য সেমির দৌড়ে অনেকটা এগিয়ে থাকলেও শঙ্কা কাটেনি পুরপুরি। অন্যদিকে সেমিতে খেলতে এই ম্যাচে জিততেই হবে অজিদের। হারলে শঙ্কায় পড়ে যাবে দলটির বিশ্বকাপ যাত্রা। তখন তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিকে।
দু’দলের এমন লড়াইয়ের আগে পরিসংখ্যান অবশ্য স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে। হাই-ভোল্টেজ ম্যাচের আগে ভারতীয়রা স্বস্তি খুঁজে পেতে পারেন অজিদের বিপক্ষে এই ফরম্যাটে তাদের অতীত পরিসংখ্যানের দিকে তাকালে। আর সেই দিকে তাকিয়ে আপাতত তৃপ্তি খুঁজে পেতে পারেন বাংলাদেশি সমর্থকরাও।
টি-টোয়েন্টিতে অজিদের বিপক্ষে ভারতের দাপটই বেশি। এখন পর্যন্ত এই ফরম্যাটে দু’দল মুখোমুখি হয়েছে মোট ৩১ বার। যেখানে কেবল ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তাছাড়া বাকি ৩০ ম্যাচের মধ্যে ১৯টি তেই জয় পেয়েছে ভারত। অস্ট্রেলিয়ার জয়ের সংখ্যাটা মোটে ১১। সেটা আরও নাজুক সবশেষ ৫ ম্যাচে। যেখানে ভারতের বিপক্ষে মোটে এক জয় অজিদের।
তবে বাকি ক্রিকেটের বাকি দুই ফরম্যাটের হিসেবটা আবার কথা বলছে অজিদের পক্ষেই। তবে দিন শেষে ক্রিকেট তো কেবল পরিসংখ্যানের খেলা নয়। নিজেদের দিনে সেরা ক্রিকেটটা খেলেই জয় পেতে হয় কোনো দলকে। যা সবশেষ ভারত বিশ্বকাপে ভারতকে তাদের মাটিতে হারিয়ে বিশ্বকাপ জিতে দেখিয়ে দিয়েছে অজিরা। যা এই ম্যাচের আগেও স্বপ্নবাজ করছে অজিদের।
তবে এসবের বাইরে রোমাঞ্চকর এক লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। যদিও বাংলাদেশ ও আফগান সমর্থকদের চাওয়া ভিন্ন। তাদের চাওয়া অজিদের গুঁড়িয়ে সেমিতে যাওয়ার রাস্তাটা পরিষ্কার করে দিক ভারত। তা না হলে যে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটা পরিণত হতে পারে কেবলই নিয়মরক্ষার ম্যাচ হিসেবে।