ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ-আফগানিস্তান

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ-আফগানিস্তান

সুপার এইটের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল সকাল সাড়ে ৬ টায়। এই ম্যাচটি নিয়মরক্ষার নাকি আফগানদের হারিয়ে সেমিফাইনালে খেলার একটা সুযোগ পাবে বাংলাদেশ; সটা অবশ্য নির্ধারিত হবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে। এই ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত সাড়ে ৮ টায়। যেখানে সেমির আশা বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে অজিদের বড় হারই প্রত্যাশা করতে হবে দু’দলকে। 

কেননা, এই ম্যাচের ওপরই যে নির্ভর করছে ঠিক কত ব্যবধানে জিতলে সেমির টিকিট পাবে বাংলাদেশ বা আফগানিস্তান। তাই নিজেদের ম্যাচ রেখে এখন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। যেখানে দু’দলেই অবশ্য প্রত্যাশা ম্যাচটা বড় ব্যবধানে হেরে যাক অজিরা।

তবে সমীকরণ যেমনই হোক দিনশেষে বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশনটা শেষ করতে চায় জয় দিয়েই। যেখানে বাংলাদেশকে স্বপ্নবাজ করে তুলছে আফগানদের বিপক্ষে খেলা সবশেষ দুই ম্যাচের দুটিতেই জয়। তাই আফগানদের বিপক্ষে তৃতীয় জয়ের খোঁজে মাঠে নামবে নাজমুল শান্তর দল।

শান্ত অবশ্য নিজেও আছেন এক মাইলফলকের পথে। আগের দুই ম্যাচে ৪১ ও ৪০ রানের ইনিংস খেলা শান্ত রয়েছে টি-টোয়েন্টিতে অষ্টম বাংলাদেশি হিসেবে এক হাজার রানের মাইলফলকের অপেক্ষায়। তবে সেটা করতে আরও ৯৭ রান করতে হবে তার। সেটা এই ম্যাচে সম্ভব না হওয়ার সম্ভাবনায় বেশি। তাই নিজের জন্য হলেও এই ম্যাচ জিতে সেমি নিশ্চিত করে আরও একটা ম্যাচ বাড়তি খেলতে চাইবেন তিনি।

এছাড়া সাকিব আল হাসান নিজেও আছেন নতুন আরেক রেকর্ড গড়ার পথে। সবশেষ ম্যাচে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেটের ফিফটির কীর্তি গড়া সাকিব এবার আছেন ১৫০ উইকেটের মাইলফলকের পথে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দেড়শ উইকেটের কীর্তি ছুঁয়েছেন টিম সাউদি। তার উইকেট ১৬৪টি। এরপরই ১৪৯ উইকেট নিয়ে অবস্থান সাকিবের।

বাংলাদেশ আশাবাদী হতে পারে আরও একটা জায়গায়। সবশেষ দুই ম্যাচে বাংলাদেশ ম্যাচ হারলেও বোলাররা ৫০ শতাংশ বলই ডট বল করেছেন। অর্থাৎ দুই ম্যাচে বাংলাদেশের করা অর্ধেক বলেই কোনো রানই তুলতে পারেনি প্রতিপক্ষ দলের ব্যাটাররা। তাছাড়া এই বিশ্বকাপে আফগানদের সবচেয়ে সফল ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ (২৩৮ রান) অবশ্য বরাবরই বাংলাদেশের বিপক্ষে ব্যর্থ।

বাকি দলগুলোর মধ্যে তার সবচেয়ে কম গড় বাংলাদেশের বিপক্ষেই। তার গড় ৯.৬। তবে শঙ্কার ব্যাপার হলো আফগানরা তাদের সবশেষ ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই দলীয় সংগ্রহের ৫০ শতাংশের বেশি রানই তুলেছে বাউন্ডারি থেকে। অর্থাৎ বাউন্ডারিতে রান তুলতে বেশ পারদর্শী আফগানরা; যা নিশ্চয় ভাবিয়ে তুলছে বাংলাদেশকে।

সম্পর্কিত খবর