স্পেনের সঙ্গে শেষ ষোলোতে ইতালি
ইউরোর চলতি আসরে বি-গ্রুপের ম্যাচে সোমবার রাতে আলবেনিয়াকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। এতে গ্রুপপর্বের তিন ম্যাচে তিনটিতেই জয়ের দেখা পেল স্পেন, পূর্ণ পয়েন্ট নিয়েই পরের রাউন্ডে গেল তারা। অপরদিকে ক্রোয়েশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করার সুবাদে গ্রুপপর্ব পার করল ইতালি।
শেষ মুহুর্তের নাটকীয় গোলে সমতায় ফেরে ইতালি। যোগ করা সময়ের ৯৮তম মিনিটে মাতিয়া জাকাগনির গোলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে তার দল। এর আগে ক্রোয়েশিয়ার হয়ে একমাত্র গোলটি করেন তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ।
পূর্ণ পয়েন্ট আদায় করতে না পারায় তিন ম্যাচ শেষে ২ পয়েন্টের সঙ্গে গ্রুপের তিনে থেকে বিদায় নিতে হলো ক্রোয়েশিয়াকে।
অপর ম্যাচে আলবেনিয়ার সঙ্গে শুরু থেকেই আগ্রাসী মনোভাব দেখিয়ে খেলতে থাকে স্পেন। ১৩তম মিনিটে বল জালে জড়ান্ন ফেরান তরেস। পরে একাধিক আক্রমণ থেকে ম্যাচে ফেরার চেষ্টা করে আলবেনিয়া, কিন্তু স্পেনের রক্ষণভাগের কাছে হার মানতে হয় তাদের।
এই জয়ের মাধ্যমে দাপটের সঙ্গে তিন ম্যাচের সবকটিতেই জয় পেয়ে ৯ পয়েন্টের সঙ্গে শেষ ষোলোতে জায়গা করে নিল স্পেন। তাদের সঙ্গে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে গেল ইতালি।