টটের ‘ক্র্যাম্প’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে গুলবাদিন, হতে পারে শাস্তি

টটের ‘ক্র্যাম্প’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে গুলবাদিন,  হতে পারে শাস্তি

বাংলাদেশের বিপক্ষে জয় পেলেই সেমিতে যাবে আফগানিস্তান। এমন ম্যাচে বাংলাদেশকে হারাতে ক্রিকেটারদের নিয়ে মাঠেই নাটক মঞ্চস্থ করেছেন আফগানিস্তানের কোচ জোনাথন টট। তার সেই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন গুলবাদিন নাইব। তার চরিত্রটি ছিল ‘ক্র্যাম্পের’ অভিনয় করা। এই অভিনয় নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সহকারী অ্যাক্টরদের ভূমিকায় ছিলেন দলের বাকিরাও। তবে দিনশেষে সেই নাটকের ডিরেক্টর জোনাথন টট সামনে চলে আসায় এখন এই নিয়ে হচ্ছে সমালোচনা। টট-গুলবাদিনের বিপক্ষে বাংলাদেশকে হারাতে প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগও তুলছেন সমর্থকরা। ম্যাচে ইচ্ছাকৃত সময় নষ্ট করার কারণে শাস্তির মুখেও পড়তে হতে পারে গুলবাদিনকে।

ঘটনা, ম্যাচের ১১.৪ ওভারের। সেমিতে যেতে ৩ বলে ৩৫ রান প্রয়োজন বাংলাদেশের। তবে আফগানদের বিদায় নিশ্চিত করতে তখনও হাতে ৫০ বল হাতে আছে বাংলাদেশের, সঙ্গে তিন উইকেট। মাঠে তখন হালকা বৃষ্টি, সেই বৃষ্টি বাড়ার সম্ভাবনাও প্রবল। আর এই অবস্থায় ডিএলএস পদ্ধতি দেখাচ্ছে আফগানদের থেকে ২ রানে পিছিয়ে বাংলাদেশ। বৃষ্টির এই সুযোগটাই ক্রিকেটারদের নিতে বললেন আফগান কোচ জোনাথন টট। মাঠের ক্রিকেটারদের ইশারা করে বুঝালেন বৃষ্টি আসছে, সময় নাও।

ক্রিকেটারদের সময় নিয়ে বল করতে বললেন তিনি। যাতে তার আগেই বৃষ্টি নামে। আর তখন কোনো কারণে ম্যাচ আর মাঠে না গড়ালেও যেন ম্যাচ জিতে সেমিতে পা রাখে আফগানরা। তার কথা মেনে স্লিপে দাঁড়ানো গুলবাদিন নাইব ক্র্যাম্পের নাটক করে হঠাৎই শুয়ে পড়েন।

ইনজুরির নাটকের পর দৌড়ে মাঠে ছুটে আসেন ফিজিও। আফগান অধিনায়ক রশিদ খানও ইশারা করেন নায়েবকে উঠে দাঁড়াতে। মাঠেই হাসতে থাকেন ফজলহক ফারুকী, মোহাম্মদ নবীরা। তখন বৃষ্টি বাড়ায় আবারও থেমে যায় খেলা। মাঠ ছাড়ার সময় হাসতে হাসতে খোঁড়ানোর ভঙ্গি করেন লিটন দাসও। ধারাভাষ্যকাররাও হাসতে থাকেন অবলীলায়। এরপর বৃষ্টি নামলে ২ রানে পিছিয়ে থেকে মাঠের বাইরে যেতে হয় বাংলাদেশকে। আর এই ঘটনা পুরটায় ধরা পড়েছে টিভিতে। যাতে পরিষ্কার ছিল গুলবাদিনের চোট নিয়ে ছলচাতুরীর ব্যাপারটি। এরপর ম্যাচে তাকে বোলিং দেখে যা আরও পরিষ্কার হয়েছে।

তাই বাংলাদেশকে হারাতে আফগানদের এমন নাটক নিয়ে এখন হচ্ছে সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেমি নিশ্চিত করায় আফগানরা প্রশংসা পেলেও তাদের জয় এখন প্রশ্নবিদ্ধ। আফগানদের ক্র্যাম্প নাটক পছন্দ হয়নি অনেকের। ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তো সোশ্যাল মিডিয়ায় আফগানদের এই ঘটনায় লাল কার্ডই দেখিয়ে বসেছেন গুলবাদিনকে। আফগানিস্তান ম্যাচ জেতার পর গুলবাদিনের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে অশ্বিন লিখেছেন, 'রেড কার্ড ফর গুলবাদিন নাইব।’

আইসিসির নিয়মে ইচ্ছাকৃত সময় নষ্ট করলে শাস্তির বিধান রয়েছে। যদিও গুলবাদিন শাস্তি পেলেও এই ম্যাচের ফলে আসবে না কোনো পরিবর্তন। তবে গুলবাদিনের এমন কাণ্ডকে নাটক মানতে নারাজ আফগান অধিনায়ক রশিদ খান। তার মতে ওই সময় সত্যিই ক্র্যাম্প চোটে ভুগেছেন নাইব। যদিও পরে মাঠে ফিরে বল করতে দেখা গেছে তাকে।

ম্যাচ শেষে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে আফগান অধিনায়ক রশিদ খানকে। তার মতে, ওই সময় ক্র্যাম্প হয়েছিল নাইবের। তাছাড়া এটি তেমন কোনো প্রভাব ফেলেনি ম্যাচে। ৫ মিনিটের মধ্যেই শুরু হয়েছে খেলা। এর জন্য কাটা যায়নি একটি বলও। আর তার দল ২০ ওভারের ম্যাচ জিতেই সেমিফাইনালে যেতে চেয়েছে।

সম্পর্কিত খবর