কোয়ার্টার নিশ্চিত করার ম্যাচে আর্জেন্টিনার সামনে চিলি
প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে কোপা আমেরিকার মিশন শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে দলটি। যেখানে তাদের প্রতিপক্ষ চিলি। এই ম্যাচটি মাঠে গড়াবে ২৬ জুন বুধবার সকাল ৭টায়। যেখানে জয় পেলে কোপার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে আলবিসেলেস্তেদের।
এর আগে গ্রুপপর্বে প্রথম ম্যাচে জয় পেলেও বেশ ভোগতে হয়েছিল আর্জেন্টিনাকে। প্রথমার্ধে গোলের দেখা পায়নি দলটি। বেশ কিছু সহজ সুযোগ মিস করতে দেখা গেছে সেই ম্যাচে। যদিও এরপরও দ্বিতীয়ার্ধে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ গোল করে আর্জেন্টিনাকে ২-০ গোলের জয় এনে দেন। ম্যাচের শেষ গোলটিতে ভূমিকা ছিল মেসিরও। মার্তিনেজকে গোলটি পাইয়ে দিয়েছেন মেসিই।
তবে এবার অ্যাসিস্ট নয় মেসির কাছ থেকেই গোল প্রত্যাশা করছে আর্জেন্টিনার ভক্তরা। আর সেটি করতে কঠিন পরীক্ষায় দিতে হবে আর্জেন্টিনাকে। কেননা, এই গ্রুপে যে চিলি বেশ শক্তিশালী। যদিও নিজেদের সবশেষ ম্যাচে পেরুর বিপক্ষে জয় পায়নি তারা। পেরুর বিপক্ষে ম্যাচটি শেষ হয়েছিল গোল শূন্য ড্র’য়ে। তাই কোয়ার্টারের আশা বাঁচিয়ে রাখতে আর্জেন্টিনার বিপক্ষে জয়ের বিকল্প নেই চিলির।
তবে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে চিলিকে স্বপ্নবাজ করে তুলছে এই মাঠেই আর্জেন্টিনাকে হারানোর অতীত ইতিহাস। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে এই মাঠেই চিলির বিপক্ষে টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। সেই স্মৃতি আরও একবার ফেরাতে চায় দলটি। তবে আর্জেন্টিনা এখন অনেক পরিণত।
কাজেই কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও বিশ্বকাপজয়ীদের হারাতে বেশ ধকলই পোহাতে হবে চিলিকে। তাই আর্জেন্টিনাকে রুখে দেওয়াটাই হবে তাদের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে কতটা প্রতিরোধ গড়তে পারে চিলি সেটিই এখন দেখার অপেক্ষা। তবে আর্জেন্টিনা ভক্তরা অবশ্য স্বপ্ন দেখছে বড় জয়ের। সঙ্গে মেসির গোলের। মেসিও নিশ্চয় সেটি করে দেখাতে চাইবেন।