সবার আগে কোপার শেষ আটে মেসিরা 

সবার আগে কোপার শেষ আটে মেসিরা 

চিলিকে হারিয়ে যেন মধুর প্রতিশোধ নিল আর্জেন্টিনা। নিউ জার্সির এই মেটলাইফ স্টেডিয়ামে আট বছর আগে ২০১৬ কোপার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে শিরোপা হারিয়েছিল মেসিরা। এবার সেই চিলিয়ানদের ১-০ ব্যবধানে হারিয়ে কোপার এবারের আসরের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছাল আলবিসেলেস্তেরা। 

ম্যাচের ৮৭ মিনিট পর্যন্তও লিওনেল স্কালোনির দলকে অবশ্য তাড়া করে ফিরছিল ২০১৬ সালের সেই দুঃস্মৃতি। তবে ৮৮তম বদলি নামা লাওতারো মার্তিনেজের একমাত্র গোলে শেষ পর্যন্ত শেষ আটের টিকিট কাটে আর্জেন্টিনা। 

গত ২১ জুন কানাডা ২-০ ব্যবধানে হারিয়ে শিরোপা ধরের রাখার মিশন শুরু করেছিল মেসি-ডি মারিয়ারা। এবার চিলিকে হারিয়ে গ্রুপপর্বে এক ম্যাচ হাতে রেখেই পরের রাউন্ডে উঠে গেল তারা। গ্রুপপর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ পেরুর বিপক্ষে, আগামী ৩০জুন। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। 

গ্রুপ ‘এ’-তে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। দুইয়ে থাকা কানাডার পয়েন্ট ৩ এবং সমান ১ পয়েন্ট নিয়ে শেষের দুই স্থানে যথাক্রমে চিলি ও পেরু। 

এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের শিরোপা পুনরুদ্ধারের মিশনটা শুরু হয়েছে হোঁচট দিয়েই। গতকাল (মঙ্গলবার) কোস্টা রিকার বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচটা গোলশূন্য ব্যবধানে শেষ করেছে সেলেসাওরা। তাদের পরের ম্যাচে আগামী ২৯ জুন, প্যারাগুয়ের বিপক্ষে। 

সম্পর্কিত খবর