চিলি ম্যাচটা ছিল ‘যুদ্ধের মতো’
এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনা আছে মেজর শিরোপার হ্যাটট্রিকের মিশনে। চিলিকে ১-০ গোলে হারিয়ে সেটার পথে এক ধাপ এগিয়েও গেছে আকাশী-সাদারা।
তবে চিলির বিপক্ষে জয়টা অত সহজে আসেনি। গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে একেবারে অন্তিম সময় পর্যন্ত। কোচ লিওনেল স্কালোনি অবশ্য জানালেন, চিলির দেয়াল তুলে দেওয়া রক্ষণের সামনেও তার দল ছিল বেশ আত্মবিশ্বাসী, সে বিশ্বাসটা হারায়নি কখনোই। এই জয় ফল দিল তারই।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা বেশ ন্যায্য একটা জয়। সত্যটা হচ্ছে, ম্যাচটা সহজ ছিল না। এত দেরিতে গিয়ে জিততে হবে, এমনটা আশাই করিনি। তবে দল তাদের বিশ্বাসটা হারায়নি, আক্রমণ চালিয়ে গেছে শুরু থেকে শেষ পর্যন্ত।’
এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে মাঝে, আর রদ্রিগো দি পল-নিকো গনজালেসকে আজ উইংয়ে ব্যবহার করেছে আর্জেন্টিনা। তাতে ফলও মিলেছে। ম্যাচের একটা বড় সময় ধরে তারাই ছিল শীর্ষে।
ম্যাচ শেষে ম্যাক অ্যালিস্টার বলেন, ‘এটা বেশ কঠিন এক ম্যাচ ছিল। আমরা জানতাম এমনই হবে। সাধারণত এমন সব ম্যাচ যুদ্ধের মতো। তবে বিষয়টা বেশ ভালো ছিল, শতভাগ দিয়ে জিততে হয়েছে আমাদের। ’