ইউরোর চলতি আসরে দেখা গেল যেসব রেকর্ড
ইউরো ২০২৪ এর গ্রুপ পর্ব প্রায় শেষের দিকে। বেশিরভাগ গ্রুপের অধিকাংশ ম্যাচ মাঠে গড়িয়ে গেছে। শেষ ষোলোরে দলগুলো নিজেদের জায়গা চূড়ান্ত করলে করা হবে ড্র।
চলতি আসরের ১২তম দিনে নেদারল্যান্ডসকে হতাশ করে গ্রুপ ডি-তে শীর্ষস্থান দখল করেছে অস্ট্রিয়া, যেখানে মার্সেল সাবিৎজার শেষ মুহুর্ত গোল করে দলতে জিতিয়েছেন। এছাড়া গ্রুপের ফেভারিট ফ্রান্স ইতিমধ্যেই বাদ পড়া পোল্যান্ডের সঙ্গে ড্র করেছে।
অন্যদিকে ইংল্যান্ড কিছুটা গোল খরায় থাকলেও তারা গ্রুপ সি-এর শীর্ষে থেকেই এই রাউন্ড শেষ করেছে। সার্বিয়া বিদায় নিলেও ডেনমার্ক দুইয়ে থেকে গ্রুপপর্ব টপকে গেছে।
এই ম্যাচডে শেষে একাধিক রেকর্ডের দেখা পেয়েছে ইউরোর চলতি আসর। চলুন সেগুলো সম্পর্কে জানা যাক।
৩৩
আতোয়া গ্রিজমান ফ্রান্সের হয়ে বড় টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার মাঠে নামার রেকর্ডের খুব কাছে আছেন, মোট ৩৩টি ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন তিনি। প্রাক্তন গোলরক্ষক হুগো লরিসের ৩৫টি ম্যাচ খেলার রেকর্ডটি নিজের দখলে শীঘ্রই নিয়ে নিবেন গ্রিজমান।
১
গ্রুপ পর্বে তিন ম্যাচে মাত্র একজন ফ্রান্সের খেলোয়াড় গোল করেছেন। তিনি হলেন কিলিয়ান এমবাপে, পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে তিনি ইউরোর মঞ্চে নিজের প্রথম গোলটি করেছেন। এছাড়া অস্ট্রিয়ার বিপক্ষে ফ্রান্স জয় পেয়েছিল আত্মঘাতী গোলের সুবাদে।
২
গ্রুপপর্বে ফ্রান্স এবার গোল করেছে মোটে দুটি, যা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে তাদের যৌথভাবে সর্বনিম্ন। অন্য দুইবার তারা গ্রুপ পর্বে মাত্র দুটি করে গোল করেছিল ১৯৯২ এবং ২০০৮ সালে, দুবারই প্রথম রাউন্ডে ছিটকে গিয়েছিল তারা।
৫৩৫
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কিলিয়ান এমবাপে নিজের প্রথম গোলটি পাওয়ার আগে মোট ৫৩৫ মিনিট মাঠের ফুটবল খেলেছেন, পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে করা গোলটিই ছিল ইউরো ইতিহাসে তার প্রথম গোল।
১৩
ফ্রান্সের হয়ে যেকোনো বড় টুর্নামেন্টে এমবাপে নিজের ১৩তম গোলটি আদায় করেছে, যা তাকে তাদের দেশের হয়ে যৌথ-দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা করে তোলে। এই তালিকায় আরও আছে জাস্ট ফন্টেইন এবং মিশেল প্লাতিনির নাম।
১ / ৭
ডনিয়েল ম্যালেনের আত্মঘাতী গোলটি ছিল ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে নেদারল্যান্ডসের প্রথম আত্মঘাতী গোল এবং চলতি ইউরো আসরের সপ্তম।
৩
ইউরো ২০০৪ এর পর এই প্রথমবারের চেক প্রজাতন্ত্রের কাছে ৩-২ গোলে হারল নেদারল্যান্ডস।
৪
ম্যাচের প্রথমে গোল করে অস্ট্রিয়া এখন নিজেদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে চারটি ম্যাচেই।
৮
সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে টানা ৮ম পরাজয় এড়িয়ে গেছে অস্ট্রিয়া।