ইউরোর সবচেয়ে বড় অঘটন, পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোতে জর্জিয়া 

ইউরোর সবচেয়ে বড় অঘটন, পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোতে জর্জিয়া 

ইউরোর এবারের জার্মানি আসর দিয়েই ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরের প্রথমবারের মতো খেলতে আসে জর্জিয়া। আসরের মূলপর্বের ২৪ দলের মধ্যে ফিফা র‍্যাঙ্কিং বিবেচনায় তারাই (৭৪) সবার পিছিয়ে। পূর্ব ইউরোপের এই দলটিই কিনা হারিয়ে দিল ফিফা র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে। যা র‍্যাঙ্কিংয়ের অবস্থান হিসেবে ইউরোর ইতিহাসের সবচেয়ে বড় অঘটন। 

গেলসেনে গত ড়াটেড় ম্যাচটিতে পর্তুগালকে ২-০ ব্যবধানে হারিয়েছে জর্জিয়া। এতে প্রথমবার খেলতে এসেই গ্রুপপর্বের সেরা তৃতীয় দলগুলোর একটি হয়ে শেষ ষোলোতে উঠে গেছে তারা। গ্রুপ ‘এফ’-এ তিন ম্যাচের এক জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৪। 

এদিকে রাতের আরেক ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ ষোলোতে উঠেছে তুরস্ক। এদিকে জর্জিয়া বিপক্ষে অঘটনের ম্যাচে এই হারে নক-আউট পর্ব নিয়ে কোনো বাঁধার সম্মুখীন হতে হয়নি পর্তুগিজদের। আসরের প্রথম দুই ম্যাচে জিতে আগেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে রেখেছিল রবের্তো মার্তিনেসের দলটি। এবং এই ম্যাচে হারের পর তুরস্কের সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক-আউট পর্বে যাচ্ছে ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা। 

গত রাতের ম্যাচটিতে ৭৩ শতাংশ বল ছিল পর্তুগালের দখলেই। নিয়েছিল ২২টি শটও, যার পাঁচটি লক্ষ্যে থাকলেও একটিও পায়নি জালের দেখা। উল্টো আগের ম্যাচ থেকে একাধিক পরিবর্তন নিয়ে জর্জিয়ার বিপক্ষে ম্যাচের ৯১ সেকেন্ডের মাথায় গোল হজম করে বসে রোনালদোরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলটি করেন জর্জিয়ান ফরোয়ার্ড কাভিচা কাভারাৎশখেলিয়া। পরে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে আরও একটি গোল পায় তারা।

এদিকে গতকালের এই ম্যাচ দুটি দিয়েই শেষ হয়েছে ইউরোর এবারের আসরের গ্রুপপর্বের লড়াই। সেখানে শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে পর্তুগাল পেয়েছে স্লোভেনিয়া। যারা নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে থামিয়ে উঠেছিল শেষ ষোলোতে। এদিকে প্রথমবারের মতো ইউরোর শেষ ষোলোতে জর্জিয়া লড়বে শক্তিশালী স্পেনের বিপক্ষে।  

সম্পর্কিত খবর