দল আশানুরূপ না খেললেও ব্যক্তিগত রেকর্ড করেই চলেছেন এমবাপে
চলতি ইউরোতে দলগুলো যেনো ড্র এর ডালা খুলে বসেছেন। রাউন্ড অব সিক্সটিনের প্রায় দলই গ্রুপ পর্ব পার করেছে ড্র করতে করতে। ফ্রেঞ্চরাও তাই। তিনম্যাচের দুটোতেই জয়। তবে ফ্রান্সের যখন রেকর্ডের খেলা, দলটার সবচাইতে বড় স্টার কিলিয়ান এমবাপে মত্ত রেকর্ডের খেলায়। তাও আবার মাত্র একটা গোল করেই।
গ্রুপ পর্বে তিন ম্যাচে একজন মাত্র ফ্রেঞ্চ ফুটবলার পেয়েছেন গোল। গোলদাতা কিলিয়ান এমবাপ্পে। সেটাও আবার পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে। যেটা ইউরো ইতিহাসে তার প্রথম গোল। যদিও ম্যাচ হয়েছে ড্র।
গ্রুপপর্বে ফ্রান্স এবার গোল করেছে মোটে দুটি। যেটা ইউরোতে গ্রুপপর্বে তাদের যৌথভাবে সর্বনিম্ন। অন্য দুইবার তারা গ্রুপ পর্বে মাত্র দুটি করে গোল করেছিল ১৯৯২ এবং ২০০৮ সালে, দুবারই প্রথম রাউন্ডে ছিটকে গিয়েছিল।
ইউরোতে কিলিয়ান এমবাপ্পে নিজের প্রথম গোলটি পেয়েছেন ৫৩৬ মিনিটে। এর আগে ২০২১ সালের ইউরোতে চার ম্যাচ খেলেও কোনো গোল পাননি। সবমিলিয়ে সপ্তম ম্যাচে এসে পেয়েছেন ইউরো ইতিহাসে তার প্রথম গোল। ২০২১ সালে করেছিলেন একটা অ্যাসিস্ট।
ফ্রান্সের হয়ে যেকোনো মেজর টুর্নামেন্টে এমবাপে করেছেন ১৩ গোল। যেটা দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। এক থাকা মিশেল প্লাতিনির গোল ১৪ টা। এমোবাপ্পের বাকি ১২ গোল ফিফা বিশ্বকাপে।