বড় জয়ে বার্তা দিয়ে রাখল উরুগুয়ে

বড় জয়ে বার্তা দিয়ে রাখল উরুগুয়ে

এবারের কোপা আমেরিকা জিতবে কারা? এমন প্রশ্নের জবাবে আপনার উত্তর হিসেবে আসতে পারে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের নাম। কিন্তু উরুগুয়ে? লা সেলেস্তেরা হয়তো আপনার ভাবনায় আসবে না। কিন্তু বিশাল জয়ে আজ উরুগুয়ে বার্তাই দিয়ে দিল। বলিভিয়ার জালে গুণে গুণে ৫ বার বল জড়িয়ে তারা জানান দিল এবার কোপা আমেরিকায় ছেড়ে কথা বলবে না তারাও। 

মেটলাইফ স্টেডিয়ামে আজ উরুগুয়ে এগিয়ে গিয়েছিল ম্যাচের ৮ মিনিট না যেতেই। ফাকুন্দো পালিস্ত্রির গোলে লিড পেয়ে যায় কোচ মার্সেলো বিয়েলসার দল। পরের গোলটাও খুব দ্রুতই পেয়ে যায় দলটা। ম্যাচের ২১ মিনিটে লক্ষ্যভেদ করেন লিভারপুল ফরোয়ার্ড ডারউইন নুনিয়েজ। জাতীয় দলের জার্সি গায়ে এই নিয়ে টানা ৭ম ম্যাচে গোল করলেন তিনি। সেই দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় দলটা। 

বিরতির পর গোলের দেখা পেতে অবশ্য অপেক্ষা করতে হয়েছে সেলেস্তেদের। ৭৭ মিনিটে সে অপেক্ষা শেষ করেন ম্যাক্সিমিলানো আরাউহোর গোল দলটাকে ৩-০ গোলে এগিয়ে দেয়। ৮১ আর ৮৯ মিনিটে ফেদেরিকো ভালভার্দে আর রদ্রিগো বেন্তাঙ্কুরের গোলে ৫-০ ব্যবধানের বড় জয় পায় ২০১১ সালে সবশেষ কোপা আমেরিকা জেতা দলটা। 

এই জয়ের ফলে দলটা শেষ আট অনেকটা নিশ্চিত করেই ফেলেছে। দুই ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে গেছে উরুগুয়ে। শেষ ম্যাচে তাদের নামতে হবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সে ম্যাচে হার এড়াতে পারলেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চলে যাবে দলটা। 

ওদিকে যুক্তরাষ্ট্র নিজেদের দ্বিতীয় ম্যাচে পানামার কাছে হেরেই বসেছে। ২-১ ব্যবধানের এই হারের ফলে শেষ ম্যাচে তাদের জিততে হবে। তা না হলেও নিদেনপক্ষে পানামার চেয়ে ভালো ফলাফল নিয়ে ম্যাচ শেষ করতে হবে। উরুগুয়ের বিপক্ষে আমেরিকানদের কাজটা যে সহজ হবে না, তা উরুগুয়ে বুঝিয়েই দিয়েছে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে। 

সম্পর্কিত খবর