কোয়ার্টার ফাইনালে মেসিকে নিয়ে শঙ্কা

কোয়ার্টার ফাইনালে মেসিকে নিয়ে শঙ্কা

কোপার প্রথম দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। গ্রুপপর্বে এখন আর্জেন্টিনার বাকি এক ম্যাচ। সেই ম্যাচটি মাঠে গাড়বে আগামী রোববার। তবে তার আগে মেসির খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। শুধু এই ম্যাচ নয় মেসির খেলা নিয়ে শঙ্কা আছে কোয়ার্টার ফাইনালেও।

পেরুর বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনা দলের অনুশীলনে দেখা যায়নি মেসিকে। সবশেষ ম্যাচেও চিলির বিপক্ষে চোটে ভোগতে দেখা গেছে মেসিকে। জানা গেছে, ঠাণ্ডা জ্বলে ভুগছেন মেসি। সঙ্গে যোগ হয়েছে সবশেষ ম্যাচে চিলির বিপক্ষে পাওয়া উরুতে চোট। সেই চোট অবশ্য গুরুতর না হলেও মেসিকে ভোগাচ্ছে জ্বর ঠাণ্ডা। তাই মেসিকে পেরুর বিপক্ষে গ্রুপপর্বের সবশেষ ম্যাচে দেখা যাওয়ার সম্ভাবনা কম। শুধু তাই নয় কোয়ার্টার ফাইনালেও প্রয়োজন না হলে মেসিকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে আর্জেন্টিনা।

এ ব্যাপারে ইএসপিএন আর্জেন্টিনার সাংবাদিক লিও পারাদিজো জানিয়েছেন, ‘মেসির চোটের ব্যাপারে কোনো সুখবর পাওয়া যাচ্ছে না। আমি আপনাদের এটা সরাসরি বলতে পারি যে, মেসির কোয়ার্টার ফাইনালে খেলা নিয়ে সংশয় রয়েছে।’

পারাদিজো আরও বলেন, ‘মেসি কোয়ার্টার ফাইনালে খেলবে না এমন নয়, তবে সংশয় রয়েছে। (টিম ম্যানেজমেন্টের) কেউ কেউ মনে করছেন, তাকে কোয়ার্টার ফাইনালের জন্য তাড়াহুড়ো করে ফেরানো হলে চোটের অবস্থা আরও খারাপ হতে পারে, তার চেয়ে বরং দল সেমিফাইনালে উঠলে যেন তাকে সম্পূর্ণ ফিট অবস্থায় পাওয়া যায়, সেটা গুরুত্ব পাচ্ছে।’

শেষ ম্যাচ জিততে আর্জেন্টিনা গ্রুপচ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠবে। প্রথম দুই ম্যাচ জেতায় সেটা হওয়ার সম্ভাবনায় বেশি। আর তা হলে আগামী ৫ জুলাই কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। আর কোনো কারণে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে গেলে মেসিরা কোয়ার্টার ফাইনাল খেলবে ৬ জুলাই।

সম্পর্কিত খবর