কোপা আমেরিকায় জয়ের খাতা খুলল ব্রাজিল
নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছিল ব্রাজিল। তবে কোচ দরিভাল জুনিয়রের দল স্বরূপে ফিরল দ্বিতীয় ম্যাচেই। প্যারাগুয়েকে উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে। ফলে শেষ আটেও এক পা দিয়ে রাখল সেলেসাওরা।
ব্রাজিলের ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না। শুরুর অর্ধে প্যারাগুয়ে খেলা গোছাচ্ছিল নিচ থেকে। ব্রাজিল অবশ্য সুযোগ পাচ্ছিল, তবে কাজে লাগাতে পারছিল না। ৩১ মিনিটে আবার পেনাল্টি মিস করে বসেন লুকাস পাকেতা।
সেলেসাওদের অবশ্য গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৩৫ মিনিটে দারুণ বিল্ডআপের পর গোল করেন ভিনিসিয়াস। ৪৩ মিনিটে সাভিওর গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। বিরতির বাঁশি বাজার আগে ভিনিসিয়াস করে বসেন আরও এক গোল। ৩-০ ব্যবধানে এগিয়েই বিরতিতে যায় দলটা।
দ্বিতীয়ার্ধের শুরুতে প্যারাগুয়ে অবশ্য বেশ চাপে রেখেছিল ২০১৯ সালের চ্যাম্পিয়নদের। ৪৮ মিনিটে তার ফলটাও পেয়ে যায় প্যারাগুয়ে। ওমার আলদারেতের গোলে ব্যবধান কমায় তারা।
তবে সে সুখ বেশিক্ষণ রইল না প্যারাগুয়ের কপালে। ৬৮ মিনিটে পেনাল্টি পেয়ে যায় ব্রাজিল। সেখান থেকে গোল করেন পাকেতা।
ম্যাচটা বেশ কিছু কার্ডও দেখেছে। ৫টা হলুদ কার্ডের পাশাপাশি একটা লাল কার্ডও দেখিয়েছেন রেফারি। একমাত্র লাল কার্ডটা দেখেছেন প্যারাগুয়ের আন্দ্রেস কুবাস।
এই জয়ের ফলে ব্রাজিল চলে গেল শেষ আটের খুব কাছাকাছি। ডি গ্রুপের দ্বিতীয় স্থানে আছে দলটা। শীর্ষে থাকা কলম্বিয়ার পয়েন্ট ৬, সমান ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ৪। শেষ ম্যাচে হার এড়াতে পারলেই শেষ আটে চলে যাবে কোচ দরিভালের দল।