মেসির পর স্কালোনিকেও পাচ্ছে না আর্জেন্টিনা
লিওনেল মেসি পেরুর বিপক্ষে ম্যাচে খেলছেন না, তা নিশ্চিত হয়ে গেছে। চোটের কারণে তাকে পাচ্ছে না আর্জেন্টিনা। তবে এবার নতুন দুঃসংবাদ পেল আলবিসেলেস্তেরা। পেরুর বিপক্ষে ম্যাচে কোচ লিওনেল স্কালোনিকেও পাচ্ছে না দলটা।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কনমেবল। সেখানে জানা যায়, দল দেরিতে মাঠে ঢোকায় এই শাস্তিটা পেয়েছেন তিনি। কানাডার বিপক্ষে প্রথম ম্যাচে দেরিতে মাঠে ঢোকে আকাশী-সাদারা। এরপর স্কালোনিকে সতর্ক করা হয় কনমেবলের পক্ষ থেকে।
তবে পরের ম্যাচেও আবার আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে মাঠে ঢোকে। যার ফলে স্কালোনির ওপর নেমে আসে নিষেধাজ্ঞা। চিলির আর্জেন্টাইন কোচ রিকার্ডো গারেকাকেও এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে কনমেবল। তার নিষেধাজ্ঞার কারণ অবশ্য ছিল দ্বিতীয়ার্ধের শুরুতে খেলোয়াড় মাঠে আনতে দেরি করা।
কনমেবল জানিয়েছে, এই কারণে দুই দল টুর্নামেন্টের ১০৪ ও ১৪৫ নম্বর ধারা মানতে ব্যর্থ হয়েছে। যার কারণে নেমে এসেছে শাস্তি। এর ফলে আগামীকাল নিজেদের শেষ গ্রুপ ম্যাচে প্রধান কোচের দেখা পাবে না আর্জেন্টিনা আর চিলি।
দুই দলের শাস্তি অবশ্য এখানেই শেষ নয়। দুই ফেডারেশনকে ১৫ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। ৬ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা অবশ্য পরের রাউন্ডে চলেই গেছে। শেষ ম্যাচে তারা খেলবে পেরুর বিপক্ষে। ওদিকে চিলি এক পয়েন্ট নিয়ে বিদায়ের শঙ্কায় আছে। তারা খেলবে দ্বিতীয় স্থানে থাকা কানাডার বিপক্ষে।