ইউরোর মাঝে মাধ্যমিক পাসের সুখবর পেলেন ইয়ামাল

ইউরোর মাঝে মাধ্যমিক পাসের সুখবর পেলেন ইয়ামাল

তার বয়সের বাকিরা হয়তো স্কুলের গণ্ডি পেরোনোর উৎসব হিসেবে লম্বা এক ছুটি কাটাচ্ছেন। তবে লামিনে ইয়ামালের ক্ষেত্রে অবস্থাটা কিছুটা ভিন্ন, কার্যত অনেকটাই ভিন্ন। বয়স কেবল ১৬। পাস করলেন মাধ্যমিক পরীক্ষা। তবে এই সুখবর তিনি পেলেন ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের জার্মানি আসরের মাঝে। কেননা স্পেনের হয়ে এবারের ইউরোতে মাতাচ্ছেন টুর্নামেন্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ এই ফুটবলার।

গ্রুপপর্বে দাপুটে ফর্মে ছিল স্প্যানিশরা। আসরে তারাই একমাত্র দল যারা গ্রুপপর্বে জিতেছে তিনটি ম্যাচই। সেটিও আবার ‘গ্রপ অব ডেথে’, ইতালি, ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দলকে থামিয়ে। শেষ ষোলোতে এবার তারা পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। আগামীকাল (রোববার) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় জর্জিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে স্পেন।

শেষ ষোলোর ম্যাচ সামনে রেখে গতকাল অনুশীলন সারছিল স্প্যানিশরা। সেখানেই অনুশীলন শেষে মাধ্যমিক পাসের খবরটি পান ইয়ামাল। সেই অনুভূতি জানিয়ে গণমাধ্যমের ইয়ামাল বলেন, ‘আমি অনুশীলন সেশন থেকে বের হতেই খবর পাই যে পরীক্ষায় পাস করেছি। সব ঠিকঠাক আছে এবং আমি ইএসও (স্পেনের মাধ্যমিক পরীক্ষা) সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা অর্জন করেছি।’

মাধ্যমিক পাসের আগেই জাতীয় দলে অভিষেক হয়ে গেলেও লেখাপড়াটা চালিয়ে যেতে ইয়ামাল। বার্সার হয়ে সবশেষ মৌসুমে দারুণ পারফর্মের পর জাতীয় দলেও চমক দেখাচ্ছেন এই তরুণ ফরোয়ার্ড।

স্প্যানিশদের হয়ে এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলে ফেলেছেন ইয়ামাল। সেখানে ২টি গোল ছাড়াও অ্যাসিস্ট করেছেন ৫টি।

সম্পর্কিত খবর