ইউরো থেকে চ্যাম্পিয়ন ইতালির বিদায়
২০২০ ইউরোর চ্যাম্পিয়ন তারা। ইতালি এবারও এসেছিল শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই। তবে শেষমেশ হলো না আর। দ্বিতীয় রাউন্ডেই তাদের ফিরতি টিকিট ধরিয়ে দিয়েছে সুইজারল্যান্ড। ২-০ গোলের হারে ইউরোর শেষ ষোলো থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে তাদের।
কোচ মুরাত ইয়াকিনের অধীনে থাকা সুইসরা ইতালিকে চমকেই দিয়েছে রীতিমতো। প্রথম থেকেই ছড়ি ঘুরিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ওপর। ৩৭ মিনিটে তার ফল পেয়ে যায় দলটা। রুবেন ভারগাসের বাড়িয়ে দেওয়া বলে রেমো ফ্রয়লার দারুণ এক গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে। গোলটার আগে প্রায় এক মিনিটেরও বেশি সময় ধরে দলটা বল রেখেছিল দখলে, ৩৩ পাস খেলে তবেই আদায় করেছে গোলটা।
সুইসদের এমন পারফর্ম্যান্সের কোনো জবাবই দিতে পারেনি ইতালি। পুরো ম্যাচে কখনোই মনে হয়নি ম্যাচটায় ফিরতে পারে আজ্জুরিরা। তাদের পরিস্থিতিটা বিরতির বাঁশির আগেই আরও খারাপ হতে পারত। শেষ দিকে ফ্যাবিয়ান রিয়েডারের ফ্রি কিকটা কোনোক্রমে ঠেকান জিয়ানলুইজি ডনারুমা।
তবে বিরতির পর আর এমন কিছু করে দেখাতে পারেননি তিনি। প্রথম গোলের যোগান দেওয়া রুবেন ভারগাস এবার গোল করে বসেন। ৪৬ মিনিটে তার গোলটা নিশ্চিতই করে দেয় সুইসদের শেষ আট যাত্রা।