বিতর্কিত ক্যাচ নেওয়া সূর্যকে মেডেল দিলেন জয় শাহ

বিতর্কিত ক্যাচ নেওয়া সূর্যকে মেডেল দিলেন জয় শাহ

ম্যাচটা তখন দুলছে পেন্ডুলামের মতো। কে জিতে বলা কঠিন। শেষ ওভারে ১৬ রান লাগলেও উইকেটে আছেন ডেভিড মিলার। বড় শটে প্রতিপক্ষের ঘুম হারাম করে দেওয়ার জন্য যিনি পরিচিতি পেয়েছেন ‘কিলার’ হিসেবে। সেই তিনি হার্দিক পান্ডিয়াকে ২০ তম ওভারের প্রথম বলে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ধরা পড়েন সূর্যকুমার যাদবের হাতে। যেই ক্যাচই মুড় ঘুরিয়ে দিয়েছে ম্যাচের। ভারতকে জিতিয়েছে বিশ্বকাপ। যদিও এই ক্যাচ নিয়ে আছে কিছুটা বিতর্ক। তবে ম্যাচ জেতানো এমন ক্যাচের পর সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন সূর্য। তাকে সেই পুরস্কার হাতে তুলে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ নিজে।

সূর্য বিতর্কিত ওই ক্যাচটি নেন ম্যাচের শেষ ওভারের প্রথম বলে। হার্দিকের করা প্রথম বলটি উড়িয়ে মারেন মিলার। তবে সেটি সীমানা দড়ি পেরোয়নি। লং অফে উড়িয়ে মারা শটটি সীমানা দড়ির খুব কাছ থেকে ধরে নিয়ন্ত্রণ হারিয়ে বল ছেড়ে দিয়ে মাঠের বাইরে চলে যান সূর্য। পরে শরীর নিয়ন্ত্রণে এনে ফের মাঠে ঢুকে বলটি ধরেন তিনি। সঙ্গে সঙ্গে আঙুল উঁচিয়ে দেখান আউটের সিগনাল। পরে রিপ্লেতে দেখে আম্পায়ারও দিয়েছেন আউটের সিদ্ধান্ত।

তবে এখানে বিতর্কের বিষয় হলো, রিপ্লে পরীক্ষা করে মিলারকে আউটের সিদ্ধান্ত জানানোর আগে যথেষ্ট সময় নেননি আম্পায়ার। আউট দেওয়ার সময় সীমানা দড়ির দিক থেকে দেখানো হয়নি ক্যামেরার অ্যাঙ্গেল। সূর্যের পায়ের এ পাশ থেকে বার বার দেখানো হয়েছে আউটটি। এ পাশ থেকে বার বার দেখানো গেলে সীমানা দড়ির অপর পাশ থেকে একবারও কেন দেখানো হলো না; তা নিয়েই বিতর্ক হচ্ছে এখন।

তবে এসব সামাজিক যোগাযোগ মাধ্যমের বিতর্কে কান দিচ্ছে না ভারত। তারা আপাতত শিরোপা জয়ের আনন্দেই ভাসছে। সূর্য নিজেও আছেন খুশ মেজাজে। ট্রফির সঙ্গে ঘুমানোর একটা ছবি শেয়ার করেছেন তিনি। তাছাড়া অমন চাপের মুহূর্তে এই ক্যাচ নিয়ে ভারতে বেশ প্রশংসাও পাচ্ছেন তিনি। শুধু প্রশংসায় না ওই ক্যাচের জন্য ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কারও জিতেছেন তিনি। ম্যাচ শেষে তাকে ড্রেসিং রুমে সেরা ফিল্ডারের পুরস্কার মেডেল গলায় পরিয়ে দিয়েছে জয় শাহ। পুরস্কারটা অবশ্য আইসিসি দেয়নি। নিজেদের ফিল্ডারদের অনুপ্রাণিত করতে ভারতের ফিল্ডিং কোচ টিকে দিলিপ এটা চালু করেছেন। সেই পুরস্কারটাই এবার পেলেন সূর্য।

এবারের বিশ্বকাপে অবশ্য এবারই সেরা ফিল্ডারের প্রথম পুরস্কার পাননি সূর্য। এর আগে বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছিলেন সূর্য। এর বাইরে এই বিশ্বকাপে এই পুরস্কার দু’বার করে জিতেছেন রিশাভ পান্ত ও মোহাম্মদ সিরাজ।

সম্পর্কিত খবর