আইসিসির টুর্নামেন্টসেরা একাদশে ভারতের ৬, নেই রিশাদ

আইসিসির টুর্নামেন্টসেরা একাদশে ভারতের ৬, নেই রিশাদ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। সেই বিশ্বকাপে সেরা পারফর্মারদের নিয়ে এখন গড়া হচ্ছে বিশ্বকাপের সেরা একাদশ। দু’দিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার গড়া সেই একাদশে জায়গা হয়েছিল বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনের। এরপর তিনি জায়গা পেয়েছিলেন আইসিসির ফ্যান্টাসি একাদশেও।

তবে এবার আইসিসির টুর্নামেন্টসেরা একাদশে জায়গা হয়নি আসরে ১৪ উইকেট নেওয়া রিশাদের। শুধু রিশাদই নয়, বিশ্বকাপের ফাইনালে খেলা দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটারেরও জায়গা হয়নি এই একাদশে। একাদশের ১১ জনের ৬ জনকেই ভারত থেকে বেছে নিয়েছে আইসিসি। তবে সেখানে জায়গা হয়নি ভারতের ফাইনাল জয়ের নায়ক বিরাট কোহলির।

এই একাদশে ভারতের পর সর্বোচ্চ ৩ ক্রিকেটার জায়গা পেয়েছেন আফগানিস্তান থেকে। বাকি দু’জন ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া থেকে। আফগানিস্তানের তিন ক্রিকেটার হলেন অধিনায়ক রশিদ খান, রহমানুল্লাহ গুরবাজ ও আসর সর্বোচ্চ ১৭ উইকেট নেওয়া ফজলহক ফারুকী। অস্ট্রেলিয়া থেকে রাখা হয়েছে পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিসকে। ওয়েস্ট ইন্ডিজ থেকে আছেন নিকোলাস পুরান।

তবে এই একাদশে জায়গা হয়নি পাকিস্তান, নিউজিল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের কারো। একাদশের নেতৃত্ব দেওয়া হয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে রহমানুল্লাহ গুরবাজকে।

টুর্নামেন্ট সেরা দলের একাদশে যারা রয়েছেন—

রোহিত শর্মা (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, সূর্যকুমার যাদব, মার্কোস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রশিদ খান, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, ফজলহক ফারুকী।

সম্পর্কিত খবর