দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া

দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া

আহা জীবন! যেই দাবার বোর্ডে নিজের পরিচিতি সেই বোর্ডেই শেষ পর্যন্ত প্রাণ গেল গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের। বাংলাদেশ দাবা ফেডারেশনের জাতীয় দাবা প্রতিযোগিতার ১২ তম রাউন্ড খেলার সময় হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর সংবাদ স্পোর্টস বাংলাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা ও আন্তর্জাতিক আরবিটার হারুনুর রশিদ।

এদিন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের সঙ্গে লড়ছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। বেশ জমে উঠেছিল এই দুই গ্র্যান্ডমাস্টারের লড়াই। কিন্তু হঠাৎই খেলার মাঝে মাটিতে লুটিয়ে পড়েন জিয়াউর রহমান। তার অবস্থা বেশ সংকটাপন্ন থাকায় জরুরী ভিত্তিতে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিন বেলা ৩টায় শুরু হওয়া ম্যাচটি। যেখানে লড়ছিলেন দুই গ্র্যান্ডমাস্টার, যেই ম্যাচ ঘিরে উত্তেজনাও ছিল বেশ। তবে সেই উত্তেজনা নিতে না পেরে ম্যাচের এক পর্যায়ে বেলা ৫টা ৫২ মিনিটে লুটিয়ে পড়েন জিয়াউর। পরে ৯ মিনিটের ব্যবধানে তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হন শেষ পর্যন্ত। হাসপাতালে এসে তাঁর স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। দাবা সংশ্লিষ্ট সবারই মন ভীষণ খারাপ। দাবা ফেডারেশনে নেমে এসেছে শোকের ছায়া।

আন্তর্জাতিক আরবিটার হারুনুর রশিদ বলেন, ‘খেলতে খেলতে চেয়ার থেকে পড়ে যায় গ্র্যান্ডমাস্টার জিয়া। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলেও বাঁচানো যায়নি। ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন কিন্তু তার জ্ঞান ফেরাতে পারেননি। শেষ পর্যন্ত মৃত ঘোষণা করেন ডাক্তাররা।’

১৯৭৪ সালে জন্ম নেওয়া এই দাবাড়ু বাংলাদেশের হয়ে ২০০২ সালে গ্র্যান্ডমাস্টার খেতাব জেতেন। ২০০৫ সালে বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ফিদে রেটিং ছিল তার। সেবার ২৫৭০ পয়েন্ট অর্জন করেছিলেন তিনি। সেই তিনি অবশেষে ৫০ বছর বয়সে দাবা খেলতে খেলতেই প্রাণ হারালেন। যেই কোর্ট তাকে এনে দিয়েছিল সর্বোচ্চ খেতাব। পেয়েছিলেন পরিচিতি। ভালোবাসার সেই কোর্টেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। জীবন কতই না বিচিত্র।

সম্পর্কিত খবর