গ্র্যান্ডমাস্টার জিয়ার মৃত্যুতে শোকাহত ক্রীড়ামন্ত্রী
বাংলাদেশ দাবা ফেডারেশনের জাতীয় দাবা প্রতিযোগিতার ১২ তম রাউন্ড খেলার সময় হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে ৫০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক বিবৃতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি।
শোকবার্তায় মন্ত্রী বলেন, বিখ্যাত দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান দেশের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাবাড়ু ছিলেন। দেশের দাবার উন্নয়ন তথা গোটা ক্রীড়াঙ্গনে তাঁর অনবদ্য অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের শোকাহত পরিবারকে সান্ত্বনা প্রদানে মরহুমের মোহাম্মদপুরস্থ বাসভবনে কিছুক্ষণের মধ্যে যাবেন যুব ও ক্রীড়া মন্ত্রী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জনাব নাজমুল হাসান।
এদিন বেলা ৩টায় শুরু হওয়া ম্যাচটি। যেখানে লড়ছিলেন দুই গ্র্যান্ডমাস্টার, যেই ম্যাচ ঘিরে উত্তেজনাও ছিল বেশ। তবে সেই উত্তেজনা নিতে না পেরে ম্যাচের এক পর্যায়ে বেলা ৫টা ৫২ মিনিটে লুটিয়ে পড়েন জিয়াউর। পরে ৯ মিনিটের ব্যবধানে তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হন শেষ পর্যন্ত। হাসপাতালে এসে তাঁর স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। তার এমন মৃত্যুতে দাবায় নেমে এসেছে শোকের ছায়া।
১৯৭৪ সালে জন্ম নেওয়া এই দাবাড়ু বাংলাদেশের হয়ে ২০০২ সালে গ্র্যান্ডমাস্টার খেতাব জেতেন। ২০০৫ সালে বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ফিদে রেটিং ছিল তার। সেবার ২৫৭০ পয়েন্ট অর্জন করেছিলেন তিনি। সেই তিনি অবশেষে ৫০ বছর বয়সে দাবা খেলতে খেলতেই প্রাণ হারালেন।