মাত্র তেইশেই না ফেরার দেশে ফুটবলার মিথিলা

মাত্র তেইশেই না ফেরার দেশে ফুটবলার মিথিলা

নারী ফুটবলার রাজিয়া সুলতানা অকালে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মাসকয়েক হলো। এবার বাংলাদেশের নারী ফুটবল হারালো আরও এক ফুটবলারকে। এক সময় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা মিথিলা আক্তার মৃত্যুবরণ করলেন।

তার মৃত্যুটাও হলো অকালে। মাত্র ২৩ বছর বয়সে তিনি চলে গেলেন না ফেরার দেশে। 

আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখানে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে লিভার আর শ্বাসকষ্টের জটিলতায় ভুগছিলেন তিনি।

মিথিলা বাংলাদেশের জার্সি গায়ে খেলেছেন দুটি বয়সভিত্তিক পর্যায়ে। বাংলাদেশ অনূর্ধ্ব ১৪ আর ১৬ দলে তিনি খেলেছেন দলের হয়ে। তবে তিনি কোন কোন টুর্নামেন্টে খেলেছিলেন, তার কোনো সুনির্দিষ্ট তথ্য জানায়নি বাফুফে।  

মিথিলার এভাবে অকালে চলে যাওয়ায় শোকাহত বাফুফে। সভাপতি কাজী সালাউদ্দিনসহ বাফুফের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করেছেন। তার পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেছে ফেডারেশন। 

সম্পর্কিত খবর