লিভারপুল তারকা দিয়াসের মা-বাবা অপহরণ, মাকে উদ্ধার

লিভারপুল তারকা দিয়াসের মা-বাবা অপহরণ, মাকে উদ্ধার

লিভারপুলের কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াসের বাবা-মাকে নিজ দেশ কলম্বিয়া থেকে অপহরণ করা হয়েছিলো। আপাতত তার মাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তবে এখনো নিখোঁজ রয়েছেন তার বাবা।

কলম্বিয়ার একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, দিয়াসের বাবা-মা নিজ বাড়িতে ফেরার পথে মোটরসাইকেল আরোহী এসে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের অপহরণ করে নিয়ে যায়। কলম্বিয়ার ন্যাশনাল পুলিশ দিয়াসের মাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। বাবাকে উদ্ধারের জন্য একটি এজেন্টের সহায়তা নিচ্ছে বলেও জানিয়েছে তারা।

দিয়াসের ক্লাব লিভারপুল ইতিমধ্যে আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে তারা পুরো ঘটনাটি সম্পর্কে অবগত আছে। তারা প্রত্যাশা করছে ঘটনাটি যাতে দ্রুত সমাধান হয়। দিয়াসের ভালো থাকাটাই এখন তাদের কাম্য। নটিংহাম ফরেস্টের বিপক্ষের ম্যাচে প্রথম গোলের পর দিয়াসকে স্মরণ করে দিয়াসের জার্সি হাতে নিয়ে উদ্‌যাপন করেছেন সতীর্থ দিয়েগো জোতা।

সম্পর্কিত খবর