না খেলেই উইম্বলডনের সেমিতে জোকোভিচ
নোভাক জোকোভিচ লন্ডন থেকে মাত্রই হাঁটুতে অস্ত্রোপচার শেষ করে এসেছেন। ভাগ্য ভালোই বলতে হবে তার। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি জোকোভিচকে। চোটের জন্য কোয়ার্টার ফাইনাল থেকে নাম সরিয়ে নিয়েছেন তার প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউর। তার পথ ধরে ১৩ বারের মতো উইম্বলডনের সেমিফাইনালে জোকোভিচ।
এবারের উইম্বলডন খেলাই অনিশ্চিত ছিল জোকোভিচের জন্য। তার হাঁটুর চোটের জন্য ফরাসি ওপেন থেকেও নিজ ইচ্ছায় নাম সরিয়ে নিয়েছিলেন এই সারবিয়ান টেনিস তারকা। হাঁটুর চোট সারাতে লন্ডন থেকে অস্ত্রোপচার করে আসেন জোকোভিচ। তবে এবারের উইম্বলডনের ম্যাচ গুলোতে পুরনো রূপে ফিরছেন ২৪টি একক গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী।
চতুর্থ রাউন্ডের ম্যাচে ফ্রান্সের আর্থার ফিলসকে ৬-২, ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে হারিয়েছিলেন অস্ট্রেলিয়ার মিনাউর। সেই চোট পান তিনি। আগামী অলিম্পিক্সের কথা মাথায় রেখে আর ঝুঁকি নিতে চাননি মিনাউর। তাইতো টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিলেন এই অস্ট্রেলিয়ান টেনিস তারকা। কপাল খুলল জোকোভিচের, সঙ্গে সেমির লড়াইয়ের আগে প্রয়োজনীয় বিশ্রামও করে নিতে পারবেন এই টেনিস তারকা ।