ক্রীড়া সাংবাদিক অজয় বড়ুয়ার চলে যাওয়ার ৫ বছর

ক্রীড়া সাংবাদিক অজয় বড়ুয়ার চলে যাওয়ার ৫ বছর

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ)’র সিনিয়র সদস্য, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, অজয় বড়ুয়ার ৫ম মৃত্যুবার্ষিকী শুক্রবার। ১২ জুলাই ২০১৯ সালে ইংল্যান্ডের লন্ডনে সেন্ট বার্টস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অজয় বড়ুয়া ১৯৭৪ সালে সেপ্টেম্বর মাস থেকে দৈনিক সংবাদ-এ সাংবাদিকতা শুরু করেন। মৃত্যু অবধি ৪৫ বছর ধরে তিনি দৈনিক সংবাদের সঙ্গেই ছিলেন। ক্রীড়া সাংবাদিকতায় যোগ দেয়ার আগে তিনি ক্রীড়াবিদ হিসেবে নৈপুণ্য দেখিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের ছাত্র, অজয় বড়ুয়া বিশ্ববিদ্যালয় ফুটবল খেলতেন। জগন্নাথ হলের অ্যাথলেটিক্স সেক্রেটারিও ছিলেন। আবাহনী ক্লাবের পূর্ববর্তী নাম ছিল ইকবাল স্পোটিং। সেই দলেও খেলেছেন অজয় বড়ুয়া।

অজয় বড়ুয়ার দীর্ঘ ক্রীড়া সাংবাদিকতা জীবনে বিভিন্ন পেশাদার সংগঠন-বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন, জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিরও সদস্য ছিলেন, বিএসজেএ কার্যনির্বাহী কমিটিতে বিভিন্ন পদে তিনি সম্পৃক্ত ছিলেন।

স্বর্গীয় অজয় বড়ুয়ার আত্মার শান্তি কামনা করছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ)।

সম্পর্কিত খবর