মেদভেদেভকে হারিয়ে উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপার হাতছানি আলকারাজের 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:৩৮ এএম | ১৩ জুলাই, ২০২৪

উইম্বলডনে গতকালের পুরুষদের একক সেমি-ফাইনাল ম্যাচ শেষে কার্লোস আলকারাজের প্রতিক্রিয়া ছিল ঠিক এমন মনে হচ্ছে এখানে আমি আর নতুন নয়। আসলেই যেন তাই। উইম্বলডনে গতবারও দানিল মেদভেদেভকে হারিয়েই ফাইনালে উঠেছিলেন এই স্প্যানিশ তরুণ তারকা। এবারও ঘটল তার পুনরাবৃত্তি। মেদভেদেভকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল আলকারাজ। 

গতবার মেদভেদেভকে সরাসরি সেটে (৩-০) হারিয়ে ফাইনালে পৌঁছেছিল আলকারাজ। পরে ২০২৩ সালের ১৭ জুলাইয়ের ফাইনালে টেনিস দুনিয়ার অন্যতম মহাতারকা নোভাক জোকোভিচের বিপক্ষে ৪ ঘণ্টা ৪২ মিনিটের লড়াই শেষে প্রথমবারের মতো উইম্বলডন জিতেছিলেন আলকারাজ। 

এবার তাই ২১ বছর বয়সী আলকারাজের সামনে টানা দ্বিতীয় শিরোপার হাতছানি। গতকাল সেন্টার কোর্টে মেদভেদেভকে ৩-১ সেটে হারিয়ে শিরোপা ধরে রাখার আসরে আর এক ধাপ দূরে এই স্প্যানিশ তারকা। সেমিতে প্রথম সেটে অবশ্য ৭-৬ (৭/১) গেমে হেরে গিয়েছিলেন আলকারাজ। তবে পরের তিন সেটে মেদভেদেভকে আর কোনো সুযোগই দেননি তিনি। ৬-৩, ৬-৪ ও ৬-৪ গেমে ম্যাচ জিতে নেন। 

এদিকে এবারও উইম্বলডন ফাইনালে ঘটতে যাচ্ছে গতবারের পুনরাবৃত্তি। কেননা আরেক সেমিতে লরেনৎসো মুসেত্তিকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে জোকোভিচ। তাই তো টানা দ্বিতীয়বারের মতো উইম্বলডন শিরোপার লড়াইয়ে নামতে যাচ্ছেন জোকোভিচ-আলকারাজ। 

 

খেলার দুনিয়া | ফলো করুন :