রেসলিং ছাড়ছেন জন সিনা
বয়স ৪৭ পেরিয়েছে। এবার তো থামতেই হয়। থামলেন তিনি। ডব্লিউডব্লিউই (ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট) থেকে এবার অবসরের ঘোষণা দিয়ে ফেললেন জন সিনা। তবে এখনই নয়, ২০২৫ সালটি রেসলিং ক্যারিয়ারে তার শেষ বছর।
কিংবদন্তি রেসলার এমন ঘোষণা দিয়ে রাখলেন। ২০২৫ সালের শেষদিকে লাস ভেগাসে রেসলমেনিয়া দিয়ে এই রেসলার অবসর নেবেন। তার আগে ১৬ বারের চ্যাম্পিয়নকে দেখা যাবে নেটফ্লিক্স অভিষেকের প্রথম পর্বে। সামনে এক বছর তাই বেশ ব্যস্ততাতেই কাটবে তার!
২০০১ সালে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সঙ্গে তার পথচলা শুরু হয়। দিন কয়েক আগে টরন্টোতে এক অনুষ্ঠানে অবসরের ঘোষণা দেন সিনা। নিশ্চিত করেই তার আগে একবছরের বেশি সময় আনন্দ দেবেন তার ভক্তদের। তার আগে এখন মুম্বাইয়ে ধনকুবের অনন্ত আম্বানি-অনন্ত-রাধিকা বিয়ের অনুষ্ঠানে দেখা গেল তাকে। ভারতের এই আলোচিত বিয়েতে দেশি স্টাইলে মাথায় পাগড়ি বাঁধলেন তিনি!
ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায় আছেন এই রেসলার। ২৪ বছর ধরে ডব্লিউডব্লিউইতে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। যার মধ্যে ১৬ বার বিশ্ব চ্যাম্পিয়ন। ৫ বার মার্কিন যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন আর দুইবার রয়্যাল রাম্বল জয়ী!
কিন্তু এ অবস্থায় বয়সের কাছে হার মানছেন তিনি। শারীরিক ক্লান্তি থেকেই বলছেন বিদায়। রেসলিং ছাড়াও অভিনয় আর র্যাপ সঙ্গীতেও নাম কামিয়েছেন জন সিনা। তিনি ‘ট্রেন রেক’, ‘দ্য ওয়াল’, ‘বাম্বলবি’র মতো জনপ্রিয় চলচ্চিত্রে করেছেন অভিনয়। ২০০৫ সালে ‘ইউ ক্যান্ট সি মি’ নামের একটি গানের অ্যালবামও বাজারে আসে তার!