অন্য পরিচয়ে আবারও লিভারপুলে ‘ফিরলেন’ ক্লপ

অন্য পরিচয়ে আবারও লিভারপুলে ‘ফিরলেন’ ক্লপ

দীর্ঘ নয় বছর অ্যানফিল্ডের ডাগআউটে কাটানোর পর কোচ ইয়ুর্গেন ক্লপ লিভারপুলের কোচের দায়িত্ব ছেড়েছেন এ বছর। আপাতত কোনো ক্লাব বা জাতীয় দলের দায়িত্বে যাচ্ছেন না তিনি। তবে তাকে লিভারপুলও একেবারে ছেড়ে দিচ্ছে না। নতুন পরিচয়ে তাকে ‘ফিরিয়ে এনেছে’ ক্লাবটিতে। 

লিভারপুলের সঙ্গে ক্লপের সম্পর্কটা ঠিক বৈষয়িক নয়। তা তার বিদায়বেলাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল। কোনো কোচ এভাবে সবাইকে আবেগাপ্লুত করে বিদায় নিতে পারেন, সেটা ইয়ুর্গেন ক্লপের লিভারপুল ছাড়ার মুহূর্তটা না দেখলে হয়তো বুঝাই যেতো না। ইউরোপের ফুটবলে কোচদের যেখানে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বিতাড়িত হওয়ার হার বেশি, সেখানে ক্লপকে কি না বিদায়ই দিতে চাননি অলরেডরা! 

তিনি আরও কয়েকটা বছর থেকে যান, লিভারপুলের সব পর্যায় থেকেই চাওয়াটা ছিল এমন। তবে ক্লপ তার পূর্বঘোষিত কথামতোই বিদায় নিয়েছেন ২০২৩-২৪ মৌসুম শেষে। 

তার জায়গায় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আর্নে স্লটকে। এদিকে ক্লপও জানিয়েছেন তিনিও কোথাও আপাতত আর কোচিং করাচ্ছেন না। বলেছিলেন তার বিশ্রাম প্রয়োজন। নিচ্ছেনও সেটা। জানিয়েছেন এখনও লিভারপুল ছাড়া আর কোনো দলকে নিয়ে ভাবছেন না।

সেই ক্লপকে আবারও ক্লাবে ফেরাল লিভারপুল। এবার অবশ্য তার কাজটা ডাগআউটে নয়। জার্মান এই কোচ যুক্ত হয়েছেন লিভারপুল ফাউন্ডেশনের শুভেচ্ছাদূত হিসেবে। এমনটাই নিশ্চিত করেছে ক্লাবটার চ্যারিটি ফাউন্ডেশনটি। 

২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্লপের অধীনে লিভারপুল খেলেছে ৪৮৯ টা ম্যাচ। জিতেছেন সম্ভাব্য সব শিরোপা। ফিরিয়ে এনেছিলেন অলরেডদের হারানো গৌরব। কোচ কিংবা ম্যানেজার ছাপিয়ে অলরেডদের নিজেদেরই একজন হয়ে উঠেছিলেন ক্লপ। তার মনেও নিশ্চয়ই লিভারপুল থাকবে অনন্য উচ্চতায়। সে কারণেই তো ভিন্ন পরিচয়ে তিনি আবারও ফিরে এলেন ক্লাবটিতে।

সম্পর্কিত খবর