রেকর্ড গড়ার হাতছানি জকোভিচের

রেকর্ড গড়ার হাতছানি জকোভিচের

নোভাক জকোভিচ বনাম কার্লোস আলকারাজের ফাইনালের সম্ভাবনাটা উইম্বলডনের প্রথম সেমিফাইনালের পরই মাথাচাড়া দিয়ে উঠেছিল। সেমির প্রথম ম্যাচে আলকারাজ দারুণভাবে জিতে চলে গিয়েছিলেন ফাইনালে। দ্বিতীয় সেমিফাইনালে জকোভিচও কোর্ট ছেড়েছেন হাসিমুখে, ইতালির লরেনৎসো মুসেত্তিকে হারিয়ে।

আগামীকাল রোববার ফাইনালে আলকারাজের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে জকোভিচের। তাতে গেল বারের প্রতিশোধ নেওয়ার সুযোগও তার সামনে চলে এল। গেল উইম্বলডন ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আলকারাজের কাছে হেরে গিয়েছিলেন জকোভিচ। তাই এবারের ফাইনাল রোমাঞ্চের আভাস দিচ্ছে বেশ।

গতকাল রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে সেন্টার কোর্টে ইতালির মুসেত্তির বিপক্ষে মাঠে নামে জকোভিচ। ৬-৪, ৭-৬(৭/৬), ৬-৪ গেমে জিতে ফাইনাল নিশ্চিত করেছেন এই সার্বিয়ান টেনিস মহাতারকা। তার এটা ৩৭ তম গ্র্যান্ড স্লাম ফাইনাল।

এই ফাইনালে উঠে জকোভিচ বেশ কিছু রেকর্ড ভাঙার দুয়ারে পৌঁছে গেছেন। ফাইনালে স্পেনের টেনিস তারকা আলকারাজেরকে হারাতে পারলে রেকর্ড বইতে নাম লিখবেন জকোভিচ। নারী ও পুরুষ মিলিয়ে সর্বাধিক গ্র্যান্ড স্লাম জেতা মার্গারেট কোর্টকে পেছনে ফেলে এককভাবে সর্বোচ্চ শিরোপা জেতা খেলোয়াড় হবেন জকোভিচ। দুজনেই এখন সমান ২৪টি করে গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক।

পাশাপাশি সার্বিয়ান এই তারকার সামনে সর্বোচ্চ উইম্বলডন শিরোপা জেতার হাতছানিও আছে। ৮ টি শিরোপা জিতে এই আসনে এখন আছেন কিংবদন্তি রজার ফেদেরার। কাল শিরোপা জিতে গেলে ফেদেরারকে ছুঁয়ে ফেলবেন তিনি।

সম্পর্কিত খবর