উইম্বলডনের নতুন রানি ক্রেইচিকোভা
এবারের উইম্বলডনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন জ্যাসমিন পাওলিনি আর বারবারা ক্রেইচিকোভা। দুজনের কেউই এর আগে উইম্বলডনের শিরোপায় চুমু খেতে পারেননি। ফলে এবার প্রতিযোগিতাটার নারী একক নতুন চ্যাম্পিয়ন পেত।
সেই ফাইনালে শেষ হাসিটা হাসলেন ক্রেইচিকোভা। পাওলিনিকে হারালেন ৬-২, ২-৬, ৬-৪ গেমে। জিতলেন উইম্বলডনের শিরোপাটা।
চেক প্রজাতন্ত্রের খেলোয়াড় ক্রেইচিকোভার আগে গেল বছর এই শিরোপাটা জিতেছিলেন তারই স্বদেশী মারকেতা ভন্দ্রুসোভা। তার পদচিহ্ন অনুসরণ করে আজ ক্রেইচিকোভাও জিতলেন শিরোপাটা।
আজ অল ইংল্যান্ড ক্লাবে ম্যাচের শুরুতেই দাপট দেখান তিনি। ৬-২ গেমে উড়িয়ে দেন পাওলিনিকে।
তবে তার প্রতিপক্ষ পরের গেমে ফিরে আসেন ভালোভাবে। ৬-২ গেমে জিতে আভাস দিচ্ছিলেন সেমিফাইনালের পুনরাবৃত্তির। আগের ম্যাচে দোনা ভেকিচের বিপক্ষে প্রথম সেটে হেরেও ঘুরে দাঁড়িয়ে ফাইনালে এসেছিলেন তিনি।
এবার অবশ্য তা হতে দেননি ক্রেইচিকোভা। তৃতীয় সেটে ৬-৪ গেমে হারিয়ে জিতে নেন ভেনাস রোজওয়াটার ডিশ।
এই উইম্বলডন শিরোপা ক্রেইচিকোভার ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। এর আগে ২০২১ ফ্রেঞ্চ ওপেনে শিরোপা জিতেছিলেন তিনি।