ইউরোর ফাইনালে স্পেনের একাদশ কেমন হবে?
ইতিহাসের দুয়ারেই দাঁড়িয়ে আছে স্পেন। আজ জিতলেই প্রথম দল হিসেবে ইউরো চার বার জেতার কীর্তি গড়ে ফেলবে লা ফিউরিয়া রোহারা।
এই ম্যাচের আগে স্পেন দল সবচেয়ে নির্ভার। তাদের দলে নিষেধাজ্ঞা নেই কারো, চোটও নেই।
একটা শঙ্কা ছিল। আলভারো মোরাতা সবশেষ ম্যাচে চোট পেয়েছিলেন। তবে তিনি অনুশীলনে ফেরায় সে শঙ্কাটাও আর নেই।
মোরাতা শঙ্কামুক্ত হওয়ায় স্পেনের একাদশ নিয়েও আর কোনো ধোঁয়াশা নেই। একাদশ তো বটেই, খেলার ধরনও হবে এক।
সেটা কী? হরদম প্রেস করে যাও, বল সোজাসুজি সামনে বাড়াও, উইংয়ের সদ্ব্যবহার করো, এরপর বেঞ্চ থেকে সুপারসাব নিয়ে এসো।
বিষয়টা একেবারেই পূর্বানুমিত। তবে এখন পর্যন্ত এর জবাবই দিতে পারেনি আর কোনো দল। ফাইনালেও তারই দেখা মিলতে চলেছে আজ।
স্পেনের সম্ভাব্য একাদশ–
সিমন
কারভাহাল, লে নরমান্দ, লাপোর্তে, কুকুরেইয়া
রুইজ, অলমো, রদ্রি
ইয়ামাল, মোরাতা, নিকো