জোকোভিচকে উড়িয়ে উইম্বলডন আলকারাজের

জোকোভিচকে উড়িয়ে উইম্বলডন আলকারাজের

নোভাক জোকোভিচকে চমকে দিয়ে টেনিসের আন অফিসিয়াল বিশ্বকাপ বলে পরিচিত উইম্বলডন শিরোপা জিতে নিলেন কার্লোস আলকারাজ। রোববার অল ইংল্যান্ড টেনিস ক্লাবে ফাইনালে এই স্প্যানিয়ার্ড হারালেন ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচকে। তাও আবার সরাসরি সেটে!

এদিন সেন্টার কোর্টে দেখা গেল ভিন্ন এক জোকোভিচকে। আড়াই ঘন্টার লড়াইয়ে চেনা যাচ্ছিল না তাকে। টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। ভবিষ্যত মহা তারকা হতে যাওয়া এই টেনিস তারকা জিতলেন ৬-২, ৬-২, ৭-৬ (৭/৪) গেমে। মাত্র ২ ঘণ্টা ২৭ মিনিট খেলেই তিনি পেয়ে গেলেন চতুর্থ গ্র্যান্ড স্লাম!

লড়াইটা ছিল ৩৭ বছর বয়সী এক লিজেন্ডের সঙ্গে ২১ বছর বয়সী ভবিষ্যৎ মহাতারকার। যেখানে জোকোভিচ হার মানলেন বয়সের কাছে। চোটজর্জর শরীর নিয়ে কিছুই করা হলো না! অথচ রোববার অল ইংল্যান্ড ক্লাবে জিতলে সর্বাধিক উইলম্বডন জয়ের রেকর্ডে রজার ফেদেরারকে স্পর্শ করে ফেলতেন এই সার্বিয়ান গ্রেট। উইলম্বডনে আটবার চ্যাম্পিয়ন হয়েছেন ফেদেরার। আর সাতটি জিতেছেন এই সার্বিয়ান তারকা।

ক্যারিয়ারের ২৫ নম্বর গ্র্যান্ড স্ল্যাম পাওয়া হলো না জোকোভিচের। এখন চোটের সঙ্গেও লড়তে হচ্ছে তাকে। হাঁটুর চোটের কারণে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নেন। এবারও স্বস্তি নিয়ে খেলতে পারেন নি!

গতবারের ফাইনালের হারের প্রতিশোধ নেওয়ার পর মিশন ছিল জোকোভিচের। কিন্তু হলো না, টানা দ্বিতীয়বার ট্রফি জিতলেন আলকারেজ।

সম্পর্কিত খবর