কোপা জিতে মেসির বিশ্বরেকর্ড

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০১:২৪ পিএম | ১৫ জুলাই, ২০২৪

একটা সময় যা ছিল কষ্টকল্পনা, তাই এখন নিরেট বাস্তব। আর্জেন্টিনা এখন নিয়মিতই ট্রফি দিচ্ছে লিওনেল মেসিকে। আজ যেমন দিল। ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা জিতল আকাশী-সাদারা। 

তাতে রেকর্ডও গড়া হয়ে গেল তার। দানি আলভেসকে পেছনে ফেললেন তিনি। ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ডটা ছিল তার, ৪৪টি শিরোপা ছিল তার ঝুলিতে। আজকের শিরোপাটা নিয়ে মেসির শিরোপা দাঁড়াল ৪৫টাতে। আর তাতেই বিশ্বরেকর্ডটা গড়া হয়ে গেল মেসির।

পুরো ক্যারিয়ারে মেসি লিগ শিরোপা জিতেছেন ১২টি। ১০টা বার্সেলোনায়, ২টা পিএসজির হয়ে। চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ৪টা, সবকটাই বার্সেলোনার হয়ে। ঘরোয়া কাপ শিরোপা জিতেছেন ১৭টা, বার্সেলোনার হয়ে ১৫ আর পিএসজির হয়ে একটা, অন্য একটা ইন্টার মায়ামির হয়ে।

উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপও তিনি জিতেছেন তিন বার করে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি জিতেছেন ২০০৫ অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ, ২০০৮ অলিম্পিক স্বর্ণপদক। এরপর শেষ তিন বছরে কোপা আমেরিকা, ফিনালিসিমা, বিশ্বকাপ জিতেছেন। এবার আবারও কোপা আমেরিকা জিতলেন তিনি। শেষ ট্রফিটাই তাকে তুলে দিল ট্রফির হিসেবে চূড়ায়।

খেলার দুনিয়া | ফলো করুন :