বৃষ্টিতে রিজার্ভ ডে'তে গড়াল ভারত-পাকিস্তান দ্বৈরথ

বৃষ্টিতে রিজার্ভ ডে'তে গড়াল ভারত-পাকিস্তান দ্বৈরথ

বৃষ্টিতে আরও একবার ভারত-পাকিস্তান ম্যাচ বিঘ্নিত হল! এবার অবশ্য একেবারে ভেসে যায়নি। কারণ বৃষ্টির আশঙ্কায় আগে থেকেই এই ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছিল। আগামীকাল একই সময়ে আবারও মাঠে নামবে দুই দল। বৃষ্টিতে আজ ভারতের ব্যাটিং যেখানে থেমেছে, ঠিক সেখান থেকেই খেলা শুরু হবে কাল।

তবে দুঃসংবাদ, কালও 'যথারীতি' কলম্বোতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আছে। তাই ক্রিকেটপ্রেমীরা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ রিজার্ভ ডে'তে কতটা নির্বিঘ্নে উপভোগ করতে পারবেন তা নিয়ে সন্দেহ থাকছে বিস্তর।

এর আগে গ্রুপ পর্বেও ভারত-পাকিস্তানের ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। ভারত কয়েক দফায় বৃষ্টি-বাধা সামলে নিজেদের ৫০ ওভার পুরো খেলতে সক্ষম হলেও বৃষ্টির তোড়ে পাকিস্তান ব্যাটিংয়ে নামারই সুযোগ পায়নি।

তর্কসাপেক্ষে টুর্নামেন্টের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ যাতে ফের বানের জলে না ভেসে যায়, সেজন্য সুপার ফোরে দুই দলের ম্যাচের জন্য একটি রিজার্ভ ডে রাখা হয়। কলম্বোর গোমড়ামুখো আকাশ শেষ পর্যন্ত ম্যাচটিকে সেই রিজার্ভ ডে'তেই টেনে নিল।

টস জিতে আজ ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত শুরুর পর ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান তুলে ফেলেছিল ভারত। এরপরই বাগড়া দেয় বৃষ্টি।

ম্যাচ রিজার্ভ ডে'তে গড়ানোতে ভারতের কিছুটা ক্ষতিই হয়ে গেল! এখন টানা তিন দিন খেলার ধকল নিতে হবে দেশটির ক্রিকেটারদের। আজ তো তাদের খেলতেই হল, আগামীকাল ফের পাকিস্তানের বিপক্ষে লড়তে হবে তাদের। এর পরদিন ১২ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে রোহিত শর্মার দল।

সম্পর্কিত খবর