কম বয়সে অভিষেকের রেকর্ড সুলিভানের

কম বয়সে অভিষেকের রেকর্ড সুলিভানের

মেজর লিগ সকারে সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে অভিষেকের রেকর্ড গড়লেন কেভান সুলিভান। বুধবার রাতে (১৭ জুলাই) সাবারু পার্কে অনুষ্ঠিত ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নিউ ইংল্যান্ড রেভুলুশনের বিপক্ষে ম্যাচ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় টুর্নামেন্টে পথচলা শুরু হয় সুলিভানের।

ফিলাডেলফিয়ার হোম ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচের ৮৫তম মিনিটে মাঠে নামেন সুলিভান। এ সময় ফুটবলারের বয়স ছিল ১৪ বছর ২৯৩ দিন। এতদিন মেজর লিগ সকারে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে অভিষেকের রেকর্ডটি ছিল ফ্রেডি আদুর দখলে। ডিসি ইউনাইটেডের হয়ে ২০০৪ সালে এই রেকর্ডটি গড়েছিলেন তিনি। অভিষেকের সময় আদুর বয়স ছিল ১৪ বছর ৩০৬ দিন।

সুলিভানের কাছে রেকর্ড হারালেও মন খারাপ করছেন না আদু। উল্টো সুলিভানকে শুভকামনা জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই ফুটবলার লিখেছেন, ‘রেকর্ডটি ভাঙার জন্য কেভান সুলিভানকে শুভকামনা জানাচ্ছি। মেজর লিগ সকারে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে অভিষেকের রেকর্ডটি ভাঙা কঠিন ছিল। সুলিভান সেটা করে দেখিয়েছে। তোমার ভালো হোক সুলিভান।’

মেজর লিগ সকারে সুলিভানের রেকর্ড গড়া অভিষেকের দিনে বিশাল জয় তুলে নিয়েছে ফিলাডেলফিয়া। নিউ ইংল্যান্ডকে ৫-১ গোলে পরাজিত করেছে স্বাগতিকরা। ফিলাডেলফিয়াতে সতীর্থ হিসেবে বড় ভাই কুইনকে পেয়েছেন সুলিভান। পেশাদার ফুটবলে ছোট ভাইয়ের পথচলার দিনে একবার জালের দেখা পান তিনি।

ফিলাডেলফিয়ার দাপুটে জয়ের মূল কারিগর তাই বারিবো। দারুণ এক হ্যাটট্রিকের দেখা পেয়েছেন আক্রমণভাগের এই ফুটবলার। স্বাগতিকদের হয়ে বাকি গোলটা করেন জ্যাকব গ্লেসনেস। ম্যাচের শেষদিকে মাঠে নেমে প্রায় জালের দেখা পেয়ে যাচ্ছিলেন সুলিভান। অতিরিক্ত সময়ে বক্সের বাইরে থেকে জোরালো শট করেন এই মিডফিল্ডার। যদিও শটটি ঠেকিয়ে দেন নিউ ইংল্যান্ডের গোলরক্ষক আলজাজ ইভাসিস।

সম্পর্কিত খবর