ফ্রান্সের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চাইল আর্জেন্টিনা
কোপা আমেরিকার ফাইনাল জয়ের পর নিজ দেশে ফেরার পথে আনন্দ-উদযাপনে মত্ত ছিল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। সেদিন লাইভ ভিডিওতে ফ্রান্স দলের ফুটবলারদের বিপক্ষে বর্ণবাদী ও ব্যঙ্গাত্মক গান গেয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। নিজের ভুল বুঝতে পেরে পরবর্তীতে ক্ষমাও চেয়েছেন তিনি।
এবার এই কান্ডের জন্য আনুষ্ঠানিকভাবে ফ্রান্স ফুটবলের কাচ্ছে ক্ষমাপ্রার্থনা করল আর্জেন্টিনা ফুটবল। একইসঙ্গে ফ্রান্স সরকারের সঙ্গে বিষয়টি সমঝোতা করল আর্জেন্টিনা সরকার।
আর্জেন্টিনার ফুটবলাররা ছাড়াও দেশটির ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়ারুয়েল ফ্রান্সের বিরুদ্ধে কিছু আপত্তিকর শব্দ বলেছেন। যেটা দুটি দেশের মাঝে পারস্পরিক রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটানোর শঙ্কা তৈরি করেছে।
আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিয়ারুয়েল এনজোর সেই ব্যঙ্গাত্মক গানকে সমর্থন জানিয়ে বলেছিলেন, ‘স্টেডিয়ামে সমর্থকদের স্লোগান দেওয়া ও সত্যি বলার জন্য কোনো ঔপনিবেশিক দেশ আমাদের ভয় দেখাতে পারে না। দ্বিচারী দেশের মেকি বিক্ষোভ অনেক সহ্য করেছি।’
এই কথাটি বলাতেই মূলত দুটি দেশের কূটনৈতিক সম্পর্কের ফাটল ধরার আশঙ্কা করা হয়েছে। তবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের দপ্তর জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইস প্রেসিডেন্টের বিতর্কিত মন্তব্যের ব্যাপারটি ব্যাখ্যা করতে একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ফরাসি দূতাবাসে পাঠানো হয়েছিল। সেই কর্মকর্তা দূতাবাসকে জানান, ভিয়ারুয়েলের মন্তব্যটি তার ব্যক্তিগত ছিল। এর সঙ্গে রাষ্ট্র জড়িত নয়।