অদ্ভুত কারণে প্যারিস অলিম্পিক থেকে বাদ সিনার
বয়সটা সবে ২২। তবে এরই মধ্যে পরেছেন শ্রেষ্ঠত্বের মুকুট। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে দানিল মেদভেদেভকে হারিয়ে জেতেন নিজের প্রথম গ্র্যান্ড স্লাম। বলছিলাম ইয়ানিক সিনারের কথা। বর্তমানে র্যাঙ্কিংয়ের এক নম্বর টেনিস খেলোয়াড়ও তিনিই। নিজেকে প্রস্তুত করছিলেন অলিম্পিকের জন্য। তবে প্যারিস অলিম্পিক শুরুর ঠিক আগ মুহূর্তে সিনার জানালেন প্যারিস অলিম্পিকে তিনি খেলছেন না।
প্যারিসে আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাচ্ছে অলিম্পিকের এবারের আসর। এর আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে প্যারিস অলিম্পিক থেকে সরে দাঁড়ানোর কথা জানান সিনার। কারণটা অবশ্য বিতর্কিত কিছু নয়। শারীরিক অসুস্থতার কারণেই এমন সিদ্ধান্ত এই ইতালিয়ান তারকা টেনিস খেলোয়াড়ের।
এক্স-এর সেই পোস্টে সিনার বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, দুর্ভাগ্যবশত আমি প্যারিস অলিম্পিকে অংশ নিতে পারব না।’
প্যারিস অলিম্পিকে এবার টেনিস হবে ক্লে কোর্টে। নিজেকে সেভাবেই প্রস্তুত করছিলেন সিনার। তবে হঠাতই তার টনসিল ধরা পড়ে এবং পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবেই নিজের না, সরিয়ে নিলেন তিনি।
‘ক্লে কোর্টে অনুশীলনে ভালো একটি সপ্তাহ কাটানোর পর আমি অসুস্থ বোধ করতে শুরু করি। কয়েক দিন বিশ্রাম নেই এবং চিকিৎসককে দেখানোর পর আমার টনসিলাইটিস ধরা পড়ে এবং আমাকে না খেলার জন্য জোর পরামর্শ দেন।’